X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চোখের সামনে স্ত্রী অন্যজনকে বিয়ে করায় প্রাণ দিলেন স্বামী

বরিশাল প্রতিনিধি
০৯ জুলাই ২০২৪, ১৮:৫০আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৮:৫১

স্ত্রী অন্যজনকে বিয়ে করায় এক প্রবাসী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। শাহিন হাওলাদার (৪০) নামের ওই ব্যক্তি বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ভরপাশা এলাকার হাবিব হাওলাদারের ছেলে এবং দীর্ঘদিন ধরে দুবাই ছিলেন।

এ ঘটনায় মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে নিহতের ভাই বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন। বিকালে এ রিপোর্ট লেখা পর্যন্ত বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত চলছিল লাশের।

শাহীনের বন্ধু মো. আলীম বলেন, প্রবাসে থাকা অবস্থায় কে বা কারা তাকে জানিয়েছে তার স্ত্রীর এক এনজিওকর্মীর প্রেম চলছে। এ খবর পাওয়ার পর বিষয়টি জানতে তার পরিবারের সদস্য থেকে শুরু করে আমার (বন্ধু আলীম) কাছে কল করে। বিভিন্ন মাধ্যমে ঘটনার সত্যতা পাওয়া যায়।

তিনি বলেন, পরে তার পরিবার থেকেও বিষয়টি জানালে ২৮ জুন দেশে আসে। এরপর স্ত্রীর সঙ্গে কথা বলে জানতে পারে বিষয়টি। শাহিন তার স্ত্রীকে সন্তানদের জন্য হলেও সবকিছু ভুলে সংসারে মনোযোগী হওয়ার অনুরোধ করে। কিন্তু তার স্ত্রী কোনোভাবেই সেখান থেকে ফিরতে পারবে না বলে জানিয়ে দেয়।

আলীম আরও বলেন, গত সোমবার রাতে শাহীনকে তালাক দিয়ে প্রেমিক বেসরকারি সংস্থা কোডেকের বাকেরগঞ্জে কর্মরত ওই ব্যক্তিকে বিয়ে করে। খবর পেয়ে বিয়ের স্থলে যায় শাহিন। তার সামনেই কাজী তাদের বিয়ে পড়ান। ওই সময় কোনও কিছু না বললেও তার মধ্যে ক্ষোভ থেকে মঙ্গলবার সকালে তার লাশ বাড়ির পার্শ্ববর্তী আম গাছে ঝুলতে দেখেন এলাকাবাসী। এরপর পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

বাকেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা শাহিনের পরিবার ও এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, শাহিন দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন। এ সুযোগে তার স্ত্রীর সঙ্গে এক এনজিওকর্মীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল তাদের বিয়ে হয়। বিষয়টি শাহিনকে মানসিক চাপ দেওয়ায় সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় শাহিনের ভাই বাদী হয়ে অপমৃত্যুর মামলা করেছেন।

/এফআর/
সম্পর্কিত
মায়ের কাছে চিঠি লিখে মাদ্রাসাছাত্রীর ‘আত্মহত্যা’
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন