X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

কুয়াকাটা সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ পর্যটন ব্যবসায়ীরা

কুয়াকাটা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫৮

পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে পাখিমারা পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক দিন দিন চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এতে পর্যটন খাত হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে। দীর্ঘদিন যাবৎ সড়ক সংস্কার না করায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শেষ বিকালে কুয়াকাটার লতাচাপলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে কুয়াকাটার সকল ব্যবসায়ীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কীভাবে দ্রুত এ সকল সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে ব্যাপক আলোচনা হয়।

ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কে এম বাচ্চু বলেন, ‘প্রায় দশ বছর যাবৎ এই রাস্তাটি সংস্কারের নামে বিভিন্ন সময় তামাশা করে আসছেন সংশ্লিষ্টরা। নানা অনিয়ম, দুর্নীতি আমরা লক্ষ করেছি। কুয়াকাটার ব্যবসায়ীরা দিনের পর দিন লোকসান গুনে আসছে শুধু রাস্তা ও ব্রিজের এই বাজে অবস্থার কারণে। আমাদের আর অপেক্ষা করার সময় নেই। দ্রুত যেকোনও পদক্ষেপ নিতে হবে।’

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, ‘১১ কিলোমিটার সড়কের বর্তমান যে অবস্থা তা বলে বোঝানো যাবে না। সড়কটি বর্তমানে চলাচলের অনুপযোগী। বছরের পর বছর সড়কের এমন অবস্থা দেশের কোথাও আছে কি না জানা নেই। কিন্তু কুয়াকাটা দেশের একটি পর্যটনশিল্প যেখানে প্রতিনিয়ত হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক আসা-যাওয়া করেন। সেই সড়কটিতে এমন বাজে অবস্থা হওয়াতে কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। বর্তমানে অনেক আবাসিক হোটেল বিদ্যুৎ বিল দিতে পারছে না, স্টাফ চাকরি হারাচ্ছে। এটি পর্যটনশিল্পের অনেক বড় হুমকি। দ্রুত এই রাস্তাটি সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট দফতরে যেতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন পর্যটন খাতে বিনিয়োগকারী হাসনুর ইকবাল, জামাল মাস্টার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়াকাটা শাখার প্রতিনিধি মোহাম্মদ মহিমসহ কুয়াকাটা আবাসিক হোটেলে মালিক সমিতি, কুয়াকাটা হোটেল রেস্তোরাঁ মালিক সমিতি, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন, কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট, কুয়াকাটা হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, শুভ সংঘ ক্লাব, ট্যুরিস্ট বোট মালিক সমিতি, কুয়াকাটা প্রেসক্লাব, কুয়াকাটা ইজিবাইক সমিতি ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা।

/কেএইচটি/
সম্পর্কিত
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে ইউনান প্রদেশের গভর্নরের বৈঠকবাংলাদেশের পর্যটনের উন্নয়নে চীনের প্রতি এগিয়ে আসার আহ্বান
আবাসন সংকটে ভুগছে স্পেন, দেশজুড়ে বিক্ষোভ
সর্বশেষ খবর
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি