X
সোমবার, ২৩ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

এত বড় টুনা মাছ এই এলাকায় আগে ধরা পড়েনি

কুয়াকাটা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০২

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ছত্তার মাঝি (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি টুনা মাছ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মৎস্যবন্দর মহিপুরের আড়তে নিলামের মাধ্যমে ১৪ হাজার ৮০০ টাকায় কিনে নেন কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিশ ভ্যালির পরিচালক মতিউর রহমান।

স্থানীয় মাছ ব্যবসায়ীরা বলছেন, এই এলাকায় এত বড় আকারের টুনা মাছ আগে কখনও ধরা পড়েনি। মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

ছত্তার মাঝি জানান, কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে তারা একটি বিশাল টুনা মাছ ধরেন। সামুদ্রিক অন্য মাছের সঙ্গে মাছটি ধরা পড়ে। মাছটি দেখে ট্রলারে থাকা বাকি জেলেরাও উল্লাস করেন। ২৫ বছর ধরে জেলে পেশায় আছি কিন্তু এত বড় টুনা মাছ এর আগে কখনও আমরা পাইনি। এর আগে সর্বোচ্চ ৫-৭ কেজি ওজনের টুনা মাছ পেয়েছি। 

কুয়াকাটা মাছ বাজারের খুচরা পাইকার ফিশ ভ্যালির পরিচালক মতিউর রহমান বলেন, প্রথমত এত বড় টুনা মাছ আমরা বিগত দিনে এই এলাকায় কোথাও দেখিনি। মহিপুর-আলিপুর এবং কুয়াকাটায় প্রতিদিন কোটি কোটি টাকার মাছ বেচাকেনা হয় কিন্তু এত বড় টুনা মাছ আমরা এর আগে শুধু অনলাইনে দেখেছি আর সরাসরি এই প্রথম দেখলাম। মাছটি নিলামের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে ক্রয় করেছি। ১৮ কেজি ৫০০ গ্রাম ওজনের মাছটির মোট দাম এসেছে ১৪ হাজর ৮০০ টাকায়। আশা করছি মাছটি খুব ভালো দামে বিক্রি করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে সাড়ে ১৮ কেজি ওজনের টুনা মাছ পাওয়া গেছে, এটি মৎস্যজীবীদের জন্য এক ধরনের প্রাপ্তি। কারণ এর ফলে স্থানীয় মৎস্য ব্যবসার সম্ভাবনা আরও বৃদ্ধি হবে বলে মনে করি। মূলত এ ধরনের বড় মাছগুলো সমুদ্রের গভীরে চলাফেরা করে থাকে। হয়তো দলছুট হয়ে এই মাছটি উপকূলের কাছাকাছি এসে জেলেদের জালে ধরা পরেছে। 

/এফআর/
সম্পর্কিত
ট্রলার আটক করায় কোস্টগার্ড স্টেশনে জেলেদের হামলা
ক্রেতা নেই, তবু চড়া সবজির দাম
৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষসাগরে ফিরছেন জেলেরা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
সর্বশেষ খবর
জাবির রিয়ালের প্রথম জয়
জাবির রিয়ালের প্রথম জয়
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
রাজধানীতে বন্ধুর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক
লালমনিরহাটে মহানবীকে কটূক্তির অভিযোগে সেলুনের কর্মী বাবা-ছেলে আটক
বাজেটে শুল্ক সংক্রান্ত যতো সিদ্ধান্ত
বাজেটে শুল্ক সংক্রান্ত যতো সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি
ইরানে মার্কিন হামলার পর ইসরায়েলে উচ্চ সতর্কতা জারি
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
ঝুঁকিতে রেস্তোরাঁ ব্যবসা, বন্ধ হচ্ছে প্রতিষ্ঠান
ঝুঁকিতে রেস্তোরাঁ ব্যবসা, বন্ধ হচ্ছে প্রতিষ্ঠান
এবার আমের বাজারে ধস, ৫২ কেজিতে মণ দিয়েও মিলছে না দাম
এবার আমের বাজারে ধস, ৫২ কেজিতে মণ দিয়েও মিলছে না দাম