কালবৈশাখী ঝড়ে রবিবার সন্ধ্যায় কুমিল্লায় গাছের নিচে পরে আবদুর রশিদ (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঝড়ের সময় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ময়নামতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও ঝড়ে বাড়ি-ঘরসহ বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে। নিহত ব্যক্তি কুমিল্লার বুড়িচং উপজেলার ঝুমুর গ্রামের বাসিন্দা।
কুমিল্লা জেলায় রবিবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার বেলা সাড়ে ১০টা পর্যন্ত ১৬ ঘণ্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। সোমবার দুপুর পর্যন্ত জেলার অনেক স্থানেই বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়নি।
আরও পড়তে পারেন : পাচারকারীদের সহায়তা করছেন বিএসএফ কর্মকর্তারা!
স্থানীয় সূত্র জানায়,রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচণ্ড ঝড় শুরু হয়। এসময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কুমিল্লা নগরীর অনেকগুলো বিলবোর্ড পড়ে যায়। রাজগঞ্জ এলাকার কয়েকটি দোকানের চাল উল্টে যায় এবং ধর্মসাগর পাড় এলাকায় কয়েকটি গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। জেলার দাউদকান্দিতে কিছু কাঁচা-পাকা ঘর ভেঙে গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার বিক্রয় ও বিতরণ বিভাগ কুমিল্লার প্রধান প্রকৌশলী এবিএম আবদুল্লাহ বলেন, আমরা সোমবার দুপুর পর্যন্ত অনেকগুলো লাইনে বিদ্যুৎ সংযোগ দিয়েছি। বাকিগুলোর কাজ চলছে।
/জেবি/