X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

কবরস্থানে সাইনবোর্ড লাগানো নিয়ে সংঘর্ষ, অস্ত্রসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ জুন ২০২১, ২০:০৭আপডেট : ২৫ জুন ২০২১, ২০:০৯

কবরস্থানে সাইনবোর্ড লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনার মূল হোতা এয়াকুবসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার চট্টগ্রামের জোরারগঞ্জ, ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে শুক্রবার (২৫ জুন) বিকালে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি রুহুল আমিন।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি লম্বা কিরিচ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।

গ্রেফতার তিনজন হলেন বাকলিয়া থানাধীন আব্দুল লতিফহাট এলাকার মো. ইসলাম সওদাগরের ছেলে মো. এয়াকুব (৫০), বলিরহাট এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মো. ওসমান আলী (৩৫) ও একই এলাকার মুন্সী মিয়ার ছেলে মো. মাসুদ আলম (৩৬)।

ওসি রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করার পর বৃহস্পতিবার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রথমে ঘটনার মূল হোতা এয়াকুবকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওসমান ও মাসুদ আলমকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় ব্যবহৃত বিদেশি পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও দুটি কিরিচ উদ্ধার করা হয়।

গত ১১ জুন বাকলিয়া থানার কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটখোলা রোডের বড় মৌলভী বাড়ির পারিবারিক কবরস্থানে ‘বিনামূল্যে কবর দেওয়া হয়’ লিখা সাইনবোর্ড লাগাতে গেলে এয়াকুবসহ আসামিরা হামলা চালায়। ওই দিন দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ ও নয়জন আহত হন।

/এএম/
সম্পর্কিত
এপি'র সাংবাদিককে গ্রেফতার করলো রাশিয়া
গুলশানে চোর সন্দেহে পেটানোর পর যুবকের মৃত্যু, একজন গ্রেফতার
যাত্রাবাড়ীতে চাঁদা আদায়ের সময় গ্রেফতার ১৫
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ