X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২৩ দিন পর জেগে উঠেছে ঝুলন্ত সেতু

রাঙামাটি প্রতিনিধি
১১ অক্টোবর ২০২১, ২০:০৬আপডেট : ১১ অক্টোবর ২০২১, ২০:০৮

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানি কমতে শুরু করায় দীর্ঘ ২৩ দিন পর ডুবে থাকা ঝুলন্ত সেতুটি জেগে উঠেছে। তবে এখনই পর্যটকদের চলাচলের জন্য এটি উন্মুক্ত করা হচ্ছে না বলে জানিয়েছেন পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক।

সোমবার সরেজমিনে দেখা যায়, গত কয়েকদিনে বৃষ্টিপাত না হওয়ায় কমতে শুরু করেছে কাপ্তাই লেকের পানি। এতে প্রায় ২৩ দিন পর জেগে উঠেছে রাঙামাটির মনোরম ঝুলন্ত সেতু। বর্ষায় কাপ্তাই হ্রদের পানি বাড়ায় এতদিন সেতুটি পানিতে ডুবে ছিল। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে বর্তমানে ১০৫ এমএলএস পানি রয়েছে।

ঝিনাইদহ থেকে আসা পর্যটক ফয়সাল বলেন, ‘আমরা রাঙামাটি আসার সময় পথেই শুনেছি, ঝুলন্ত সেতুটি পানিতে ডুবে আছে। এখন এসে দেখছি, সেতু থেকে পানি নেমে গেছে। নিজেকে অনেক ভাগ্যবান মনে হচ্ছে।’

ঢাকা থেকে আসা খোরশেদ আলম বলেন, ‘এসেছিলাম মূলত সেতুটি দেখতে। পানি সরে যাওয়ায় সেতুটিতে হাঁটতে পেরে অনেক ভালো লাগছে। কিন্তু সেতুর বিভিন্ন স্থানে কাঠ সরে যাওয়ায় একটু অনিরাপদ মনে হচ্ছে।’

রাঙামাটি পর্যটন করপোরেশন ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানিয়েছেন, সংস্কার কাজ শেষে দুই-একদিনের মধ্যে পর্যটকদের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে।

উল্লেখ্য, বর্ষায় টানা বর্ষণে উজান থেকে পানি নেমে আসায় কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পায়। যার ফলে রাঙামাটিতে পর্যটনের সবচেয়ে আর্কষণীয় স্থান হিসেবে বিবেচিত ঝুলন্ত সেতুটি ডুবে যায়। গত ২০ সেপ্টেম্বর থেকে সেতুতে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি করে পর্যটন করপোরেশন। দীর্ঘ ২৩ দিন পর আবারও সেতুটি জেগে উঠেছে।  

/এমএএ/
সম্পর্কিত
বিমানের টিকিট নিয়ে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রীর
এভিয়েশন শিল্পে কারিগরি সহযোগিতা দিতে চায় জার্মানি
পর্যটনে সহযোগিতা করতে আগ্রহী আরব আমিরাত
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’