X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

জাতীয় পার্টিকে ভদ্রলোকের দলে পরিণত করতে চাই: বিদিশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৬

জাতীয় পার্টিকে ভদ্রলোকের দলে পরিণত করতে চান বলে জানিয়েছেন দলটির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টিকে জনগণের দলে পরিণত করতে হবে। সেই উদ্দেশে জাতীয় পার্টির পুনর্গঠন কমিটিতে হাত দিয়েছি। আমার সঙ্গে জাতীয় পার্টির পুরানো এমপি ও নেতারা যোগাযোগ করছেন। তারা আমাকে ভুলে যাননি।’

শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের একটি ক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদিশা এরশাদ বলেন, ‘স্বার্থান্বেষী ও ধান্ধাবাজের কবজায় এখন জাতীয় পার্টি। এটি এমন একটা দল যেখানে মত প্রকাশ করা যায় না। কারণ সেখানে আশপাশে কিছু ধান্ধাবাজ লোকজন আছে। এরা কেবল নিজের স্বার্থটাই বোঝে। এদের কবল থেকে জাতীয় পার্টিকে বের করে আনতে হবে।’

তিনি বলেন, ‘যিনি গভীর রজনীতে জাতীয় পার্টির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তার নেতৃত্বের প্রতি জাতীয় দলের নেতৃবৃন্দ অনাস্থা প্রকাশ করেছে। দলের নেতাকর্মীরা বিশ্বাস করে রওশন এরশাদ ও বিদিশা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নিরাপদ। জাতীয় পার্টিকে পুনর্গঠনের জন্য কাজ শুরু করেছি। আমার নেতৃত্বে যেন জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে।’

বিদিশা এরশাদ বলেন, ‘বর্তমানে রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না আর জাতীয় পার্টির তো প্রশ্নই আসে না। জাতীয় পার্টি ঢাকায় বসে বসে ফেসবুকে বিবৃতি দেয়। এরশাদের কাছাকাছি আমি ছিলাম। তিনি সবসময় দেশের মানুষের কথা চিন্তা করতেন। সবকিছু শেয়ার করতেন। এরশাদ প্রাদেশিক সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু সেটা হয়নি।’

তিনি  বলেন, ‘এ দেশের মানুষ সাম্প্রদায়িক নয়। স্বাধীনতার পর থেকে এ দেশে যত সাম্প্রদায়িক হামলা হয়েছে সবই রাজনৈতিক। রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের ফুটবলের মতো ব্যবহার করছে। শুধু ভোটের সময় তাদেরকে ব্যবহার করা হয়। হিন্দুরা যদি কিছু ভালো পেয়ে থাকেন, তা পেয়েছেন এরশাদের আমলে। পুলিশ- প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। তাই কুমিল্লার ঘটনার পরে সেটার পুনরাবৃত্তি হলো রংপুর, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায়। কিন্তু কেউ সর্তক হলো না।’

/এফআর/
সম্পর্কিত
গাড়ি ফেরত না পেয়ে বিদিশার মামলা, চালক রিমান্ডে
সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই: বিদিশা
আইনি ব্যবস্থা গ্রহণে প্রস্তুতিএরিকের ব্যাংক অ্যাকাউন্টের টাকা আটকে দিয়েছেন মামুন, অভিযোগ বিদিশার
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
শেখ জামালের জন্মদিন আজ
শেখ জামালের জন্মদিন আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
সর্বাধিক পঠিত
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলের প্রতিক্রিয়া পেলো হামাস
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু