X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

জাতীয় পার্টিকে ভদ্রলোকের দলে পরিণত করতে চাই: বিদিশা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৬আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৮:৫৬

জাতীয় পার্টিকে ভদ্রলোকের দলে পরিণত করতে চান বলে জানিয়েছেন দলটির সাবেক চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ। তিনি বলেছেন, ‘জাতীয় পার্টিকে জনগণের দলে পরিণত করতে হবে। সেই উদ্দেশে জাতীয় পার্টির পুনর্গঠন কমিটিতে হাত দিয়েছি। আমার সঙ্গে জাতীয় পার্টির পুরানো এমপি ও নেতারা যোগাযোগ করছেন। তারা আমাকে ভুলে যাননি।’

শনিবার (২৩ অক্টোবর) চট্টগ্রামের একটি ক্লাবে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিদিশা এরশাদ বলেন, ‘স্বার্থান্বেষী ও ধান্ধাবাজের কবজায় এখন জাতীয় পার্টি। এটি এমন একটা দল যেখানে মত প্রকাশ করা যায় না। কারণ সেখানে আশপাশে কিছু ধান্ধাবাজ লোকজন আছে। এরা কেবল নিজের স্বার্থটাই বোঝে। এদের কবল থেকে জাতীয় পার্টিকে বের করে আনতে হবে।’

তিনি বলেন, ‘যিনি গভীর রজনীতে জাতীয় পার্টির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, তার নেতৃত্বের প্রতি জাতীয় দলের নেতৃবৃন্দ অনাস্থা প্রকাশ করেছে। দলের নেতাকর্মীরা বিশ্বাস করে রওশন এরশাদ ও বিদিশা এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি নিরাপদ। জাতীয় পার্টিকে পুনর্গঠনের জন্য কাজ শুরু করেছি। আমার নেতৃত্বে যেন জাতীয় পার্টি ক্ষমতায় যেতে পারে।’

বিদিশা এরশাদ বলেন, ‘বর্তমানে রাজনৈতিক দলগুলো যথাযথ ভূমিকা পালন করতে পারছে না আর জাতীয় পার্টির তো প্রশ্নই আসে না। জাতীয় পার্টি ঢাকায় বসে বসে ফেসবুকে বিবৃতি দেয়। এরশাদের কাছাকাছি আমি ছিলাম। তিনি সবসময় দেশের মানুষের কথা চিন্তা করতেন। সবকিছু শেয়ার করতেন। এরশাদ প্রাদেশিক সরকার গঠন করতে চেয়েছিলেন। কিন্তু সেটা হয়নি।’

তিনি  বলেন, ‘এ দেশের মানুষ সাম্প্রদায়িক নয়। স্বাধীনতার পর থেকে এ দেশে যত সাম্প্রদায়িক হামলা হয়েছে সবই রাজনৈতিক। রাজনৈতিক দলগুলো সংখ্যালঘুদের ফুটবলের মতো ব্যবহার করছে। শুধু ভোটের সময় তাদেরকে ব্যবহার করা হয়। হিন্দুরা যদি কিছু ভালো পেয়ে থাকেন, তা পেয়েছেন এরশাদের আমলে। পুলিশ- প্রশাসন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেনি। তাই কুমিল্লার ঘটনার পরে সেটার পুনরাবৃত্তি হলো রংপুর, ফেনী, নোয়াখালীসহ বিভিন্ন জায়গায়। কিন্তু কেউ সর্তক হলো না।’

/এফআর/
সম্পর্কিত
১০০ কোটি টাকার মানহানির মামলা করলেন বিদিশা
গাড়ি ফেরত না পেয়ে বিদিশার মামলা, চালক রিমান্ডে
সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই: বিদিশা
সর্বশেষ খবর
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
বিবিএসকে স্বাধীনভাবে তথ্য প্রকাশের ক্ষমতা দিলো সরকার
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ