X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

বৃদ্ধাকে গলাকেটে হত্যায় ৪ জনের যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২১, ১৬:৪৪আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৬:৪৮

কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতি করতে গিয়ে বৃদ্ধাকে গলাকেটে হত্যার ঘটনায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৭ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়ার জজ ১ম আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক হাবিবুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—কাউসার (২৩), শাখাওয়াত হোসেন (২২), সোহাগ (২৮) ও নাসির উদ্দিন (২৫)। সেই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। তাদের মধ্যে কাউসার ও শাখাওয়াত জেলহাজতে, বাকি দুই আসামি পলাতক। মামলা থেকে আবদুল গফুর ও মো. আরিফকে খালাস দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০১১ সালের ৪ সেপ্টেম্বর বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শমেষপুর গ্রামের নিজ ঘর থেকে ছালেহা বেগম নামে এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে শিল্পী আক্তার বাদী হয়ে পরদিন অজ্ঞাত ব্যাক্তিদের নামে বুড়িচং থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর থানা পুলিশ বিষয়টি তদন্তের পর জড়িতদের শনাক্ত করে বিভিন্ন সময় চার জনকে গ্রেফতার করে। 

সাক্ষ্যপ্রমাণসহ ওই বছরের ২৮ ডিসেম্বর কুমিল্লা আদালতে অভিযোগপত্র দাখিল করে। আসামিরা পুলিশকে জানিয়েছে, ডাকাতির সময় বৃদ্ধা বাধা দেন। তাই গলাকেটে হত্যা করেন। 

অ্যাডভোকেট তানজিনা জানান, আদালত দীর্ঘ ১০ বছর ধরে সংশ্লিষ্ট সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে বুধবার রায়ের দিন ধার্য করে। দুপুরে আদালতে গ্রেফতার দুই আসামিকে উপস্থিত করা হয়।

মামলার বাদী শিল্পী আক্তার জানান, আমরা আসামিদের ফাঁসি চেয়েছিলাম। আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তারপরও আদালতের রায়ে সন্তুষ্ট।

/এসএইচ/
সম্পর্কিত
বিয়ের ১০ মাস পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
টিপু-প্রীতি হত্যা: আ.লীগ নেতাসহ ৩৩ জনের বিচার শুরু
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
সর্বশেষ খবর
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
রাজশাহীতে গরমে নাকাল প্রাণিকুল, মারা যাচ্ছে পাখি
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
দুর্নীতির অভিযোগে ইসলামপুর পৌর মেয়র বরখাস্ত
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
মাটি কাটার সময় ‘গরমে অসুস্থ হয়ে’ নারী শ্রমিকের মৃত্যু
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সাকিবের সঙ্গে উপজেলা নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার