X
বুধবার, ০৬ জুলাই ২০২২
২২ আষাঢ় ১৪২৯

এক ভোল মাছের দাম ২ লাখ

আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৯:১২

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপে আবদুর রশিদ নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ কেজি ওজনের একটি ভোল মাছ। মাছটি সেন্টমার্টিন থেকে এক লাখ ৫০ হাজার টাকায় কিনে টেকনাফ শহরে নিয়ে দুই লাখ টাকায় বিক্রি করা হয়। শনিবার (২৩ এপ্রিল) সকালে সেন্টমার্টিনের ডেইলপাড়া ঠোঁড়ার মাথা এলাকায় মাছটি ধরা পড়ে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য হাবিব খান জানান, রশিদ মাঝি ভাগ্যবান এবং পরিশ্রমী জেলে। প্রতি বছর সাগরে জাল নিয়ে পড়ে থাকেন। তার জালে ধরা পড়া ভোল মাছটির এক লাখ ২০ হাজার টাকা থেকে দাম শুরু হয়। ইসমাইল নামে এক সওদাগর মাছটি কেনেন।’

এক ভোল মাছের দাম ২ লাখ স্থানীয় জেলে আজিম উল্লাহ বলেন, ‘এখানকার ইসমাইল মাছটি কিনেন। এরপর একজন এক লাখ ৩০ হাজার টাকা দিয়ে কিনে আরেকজনের কাছে এক লাখ ৫০ হাজার টাকায় বিক্রি করেন। আবার ওই সওদাগর মাছটি সেন্টমার্টিন থেকে টেকনাফ শহরে নিয়ে দুই লাখ ১০ হাজার টাকায় মাছটি বিক্রি করেন। সেখান থেকে ১০ হাজার টাকা বাদ দিয়ে তাকে দুই লাখ টাকা দেয় তৃতীয় পক্ষের ব্যবসায়ীরা।

সেন্টমার্টিনে কমবেশি প্রতি বছরই বড় বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। এ বিষয়ে টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘সেন্টমার্টিন অঞ্চলে মাঝে মাঝে বড় প্রজাতির মাছ ধরা পড়ে। এর মধ্যে লাল পোয়া, কোরাল, বোল মাছ উল্লেখযোগ্য। শনিবার সকালে আবদুর রশিদ নামের এক জেলের জালে বড় আকারের ভোল মাছ ধরা পড়ার বিষয়টি জেনেছি। সাধারণত সাগরের পরিস্থিতি ভেদে বড় মাছগুলো উপকূলের দিকে চলে আসছে। এ কারণে জেলেদের জালে আটকা পড়ছে বলে মনে করছি।’

/এমএএ/
বাংলা ট্রিবিউনের সর্বশেষ
এবার জরিমানা গুনলো বাংলাদেশ
এবার জরিমানা গুনলো বাংলাদেশ
মাংস সংরক্ষণের টুকিটাকি
ঈদ স্পেশালমাংস সংরক্ষণের টুকিটাকি
গভর্নিং বডির মনোনয়ন সংক্রান্ত রুলের আপিল দ্রুত নিষ্পত্তি চায় সংসদীয় কমিটি
গভর্নিং বডির মনোনয়ন সংক্রান্ত রুলের আপিল দ্রুত নিষ্পত্তি চায় সংসদীয় কমিটি
নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ
নৌপথেও মোটরসাইকেল পরিবহন বন্ধ
এ বিভাগের সর্বশেষ
পদ্মা সেতুর আদলে হবে নতুন কালুরঘাট সেতু
পদ্মা সেতুর আদলে হবে নতুন কালুরঘাট সেতু
সীতাকুণ্ডে আগুন: মিললো আরও এক দেহাবশেষ
সীতাকুণ্ডে আগুন: মিললো আরও এক দেহাবশেষ
কোরবানির পশুতে পূর্ণ চাঁদপুরের হাট
কোরবানির পশুতে পূর্ণ চাঁদপুরের হাট
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ
নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণ ও বিবস্ত্র করে ভিডিও ধারণ
হাসপাতালের লিফটে ওঠা নিয়ে মারধর, চিকিৎসকের বিরুদ্ধে মামলা
হাসপাতালের লিফটে ওঠা নিয়ে মারধর, চিকিৎসকের বিরুদ্ধে মামলা