X
বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩
১৩ আশ্বিন ১৪৩০
কুসিক নির্বাচন

বঞ্চিতদের নৌকার পক্ষে কাজ করতে বললেন কেন্দ্রীয় নেতারা

কুমিল্লা প্রতিনিধি
১১ জুন ২০২২, ০৯:৪৫আপডেট : ১১ জুন ২০২২, ০৯:৫৭

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের অভিমান ভুলে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাতের পক্ষে কাজ করতে বলা হয়েছে। শুক্রবার (১০ জুন) ঢাকার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ে এক বৈঠকে এই নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। নির্বাচনি প্রচারণা শেষ হওয়ার তিন দিন আগে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত) আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী।

বৈঠকের বিষয়ে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মনোনয়ন বঞ্চিত অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, ‌‘কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আওয়ামী লীগের মনোনয়নের পদ্ধতি পরিবর্তনের জন্য বলেছি। কারণ দল যখন মনোনয়ন ফরম বিতরণ করেছে, তখন আমরা সংগ্রহ করে জমা দিয়েছি। কিন্তু এখন দেখা যাচ্ছে, মনোনয়ন চাওয়ায় আমরা শত্রু হয়ে গেলাম। যিনি মনোনয়ন পেলেন তিনি তো একদিনের জন্যেও কাজ করতে বললেন না। রিফাত ভাই কাজ করতে না বললেও আমার নেতাকর্মীরা নৌকাকে বিজয়ী করার জন্য কাজ করছি।’

আরও পড়ুর: ইসির নির্দেশের পরও এলাকা ছাড়েননি এমপি বাহার

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আবদুস সবুর বলেন, ‘দলে প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। যারা মনোনয়ন পাননি তারা সবাই যোগ্য নেতা। তাদের মান অভিমান ভুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকের পক্ষে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। তারাও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।’

বৈঠকে উপস্থিত মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা পরিষদের সাবেক প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সফিকুল ইসলাম শিকদার, মহানগর আওয়ামী লীগের তথ্য ও সমাজকল্যাণ সম্পাদক নুর উর রহমান মাহমুদ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক কবিরুল ইসলাম শিকদার, যুব ও ক্রীড়া সম্পাদক আনিসুর রহমান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ইমরান, মহানগর আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শ্যামল চন্দ্র ভট্টাচার্য, ছাত্রলীগের সাবেক সদস্য মাহবুবুর রহমান ও মহি উদ্দিন মাহী। 

দলীয় সূত্রমতে, গত ৫-১১ মে পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র পদে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। এতে ১৪ জন দলীয় মনোনয়ন পেতে আবেদন ফরম জমা দেন। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ-সম্পাদক আরফানুল হক দলীয় মনোনয়ন পাওয়ার পর বঞ্চিত ১৩ নেতাকে নির্বাচনে আওয়ামী লীগের ৪১ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটিতেও রাখা হয়নি। তারাও প্রচারণায় নামেননি। 

গত ৯ জুন দুপুরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ কুমিল্লার একটি হোটেলে স্থানীয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সঙ্গে বৈঠক করেন। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার সকালে ১৩ নেতা ও এর বাইরে শ্রমিক নেতা মনির হোসেন ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীনুল ইসলামকে ঢাকায় তলব করে কেন্দ্রীয় কমিটি। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে।

/এসএইচ/
সম্পর্কিত
সিটি নির্বাচন সরকারের নিরপেক্ষতা প্রমাণ করেছে: প্রধানমন্ত্রী
১৫ বছর আগে বাংলাদেশ কেমন ছিল, একটু চিন্তা করেন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কাছে শপথ নিলেন ৫ সিটি মেয়র
সর্বশেষ খবর
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
যাত্রীদের ওপর বমি করে জটলা বাধিয়ে ছিনতাই করতো তারা
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার দেখানো পথে এগিয়ে যাবে বাংলাদেশ: রাষ্ট্রপতি
ন্যাটো মিত্র স্লোভাকিয়ার নির্বাচন, জরিপে এগিয়ে ‘রুশপন্থি’ নেতা
ন্যাটো মিত্র স্লোভাকিয়ার নির্বাচন, জরিপে এগিয়ে ‘রুশপন্থি’ নেতা
কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে থাকছে মাদক মামলার ৫ হাজার আসামি
কারাগারে সাধারণ বন্দিদের সঙ্গে থাকছে মাদক মামলার ৫ হাজার আসামি
সর্বাধিক পঠিত
নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় মা-মেয়ে কারাগারে
নারী সার্জেন্টকে মারধরের ঘটনায় মা-মেয়ে কারাগারে
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
বিবেকের তাড়নায় পাবনায় উন্নয়ন কাজ করছি, এটা আমার দায়িত্ব: রাষ্ট্রপতি
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
সাকিবের বক্তব্যের জবাবে যা বললেন নাফিস ইকবাল
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপিখালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আবেদন আইন মন্ত্রণালয়ে: বাংলা ট্রিবিউনকে স্বরাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা
আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন শেখ হাসিনা