X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডায়েরিতে যা ‌‘লিখে গেছেন’ চট্টগ্রামের সেই শিক্ষক

নাসির উদ্দিন রকি, চট্টগ্রাম
৩০ জুন ২০২২, ১৭:২৮আপডেট : ৩০ জুন ২০২২, ১৭:৩১

চট্টগ্রামের কর্ণফুলী থানার চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয় চ্যাটার্জির (৫০) ‍লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জুন) দুপুরে ফয়েজনগর এলাকার নিজ বাসা থেকে লাশ ‍উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। বুধবার (২৯ জুন) রাতে এ ঘটনায় তার বোন জয়িতা চ্যাটার্জি কর্ণফুলী থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।

পটিয়া উপজেলার গুয়াতলী এলাকার শান্তিপ্রিয় চ্যাটার্জির ছেলে জয় চ্যাটার্জি। বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উদ্ধারের সময় কক্ষের টেবিলে একটি ডায়েরি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। 

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বাংলা ট্রিবিউনকে জানান, ডায়েরির একটি পাতায় লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমি বাবা-মার কাছে যাচ্ছি। বোন, আমার কাছে আট জন ব্যক্তি ২৫ লাখ টাকার মতো পাবে। আমার মৃত্যুর পর সরকার থেকে যে টাকাগুলো পাবি সেগুলো দিয়ে তা পরিশোধ করে দিস’।

আরও পড়ুন: বাসা থেকে প্রধান শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার 

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ফয়েজনগর এলাকার একটি বাসার তৃতীয় তলায় তিনি ভাড়া থাকতেন। এক গৃহকর্মী প্রতিদিন তার বাসায় গিয়ে রান্না করে দিতেন। বুধবার দুপুরে ওই গৃহকর্মী রান্না করতে গেলে দরজা ভেতর থেকে বন্ধ পান। অনেক ডাকাডাকির পরও ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে স্থানীয়দের মাধ্যমে থানায় খবর দেন। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কয়েকজন জনপ্রতিনিধিসহ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতর প্রবেশ করেন।

কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় ছিলেন প্রধান শিক্ষক জয় চ্যাটার্জি। উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী অরুণ চক্রবর্তী বলেন, ‘জয় চ্যাটার্জি অনেকটাই একা। ২০১৫ সালে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তার কোনও সন্তানও নেই। বছর খানেক আগে মা-বাবা দুজনই মারা যান। ছোট বোন জয়িতা চ্যাটার্জি থাকেন শ্বশুরবাড়িতে। গ্রামের বাড়ি পটিয়ায় হলেও তিনি থাকতেন কর্ণফুলী উপজেলার ফয়েজনগর এলাকার একটি ভাড়া বাসায়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি।’

ওই স্কুলের পরিচালনা কমিটির সভাপতি এবং চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলেমান তালুকদার বলেন, ‘২০১৫ সাল থেকে তিনি চরলক্ষ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। মাঝখানে একবার কিছু সময়ের জন্য তিনি অন্যত্র বদলি হন। আমি বিভিন্ন জনকে বলে পুনরায় তাকে এ স্কুলে নিয়ে এসেছিলাম। কেননা তিনি শিক্ষক হিসেবে অত্যন্ত ভালো ছিলেন। এ কারণে তার প্রতি আমরা সবাই অনুগত ছিলাম।’

ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি একা হয়ে যান। এত বড় ভাড়া বাসায় তিনি একাই থাকতেন। শরীরেও ছিল নানান রোগ। তার কোন সন্তানও নেই। স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর তিনি একবার কর্ণফুলী নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে নদীর মাঝি-মাল্লারা দেখতে পেয়ে উদ্ধার করেন। ওই যাত্রায় তিনি বেঁচে যান। এর মধ্যে এক বছর হলো তার মা-বাবা দুজনই মারা গেছেন। এরপর তিনি আরও বেশি ভেঙে পড়েন।’

ওসি দুলাল মাহমুদ বলেন, ‘জয় চ্যাটার্জি বাসায় একা থাকতেন। তিনি ডায়াবেটিকসহ নানা রোগে আক্রান্ত বলে জানিয়েছেন স্বজনরা। তার স্ত্রী-সন্তান কেউ নেই। এর ওপর তার লাখ লাখ টাকা দেনা রয়েছে। এসব কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। আজ ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বশেষ খবর
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
চারতলা ভবনের ছাদ থেকে পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
এবার ঘুমটা ভালো হবে ডু প্লেসির
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সৎ মাকে বটি দিয়ে কোপালো কিশোর, ঢামেকে মৃত্যু
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত
ব্রাজিল থেকে গরু আমদানি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত