X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সাড়ে ৩ মাস পর কাপ্তাই হ্রদে নামছেন জেলেরা

জিয়াউল হক, রাঙামাটি
১৪ আগস্ট ২০২২, ১৫:২৩আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫:৩৫

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ আগস্ট। পরদিন সকাল থেকে হ্রদে নামতে পারবেন জেলেরা। তিন মাস ১৭ দিন পর মাছ শিকারের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।

প্রতি বছরের মতো পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় ১ আগস্ট থেকে মৎস্য আহরণ শুরু করা যায়নি। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি পর্যান্ত পানি না থাকায় ইতোমধ্যে দুই দফায় ১৭ দিন মৎস্য শিকার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। গত ১০ আগস্ট হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণবিষয়ক এক সভায় মাছ শিকার শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার জেলে। এদিকে পানি সঙ্কটে মাছের সুষ্ঠু বংশবিস্তারের জন্য হ্রদে মাছ ধরা বন্ধ থাকায় বেকার সময় কাটে তাদের। মাছ শিকার শুরুর ঘোষণা আসায় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ পুরনো জাল সেলাই, কেউ নৌকা মেরামত করছেন। তাদের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।

কেউ পুরনো জাল সেলাই, কেউ নৌকা মেরামত করছেন

রিজার্ভ বাজার পুরাতন জেলা পাড়ার মধু দাস বলেন, ‘মাছ ধরা বন্ধের সময় আমাদের খুব কষ্টে দিন কাটে। মাছ ধরা খুলে দিচ্ছে আমরাও পুরনো জালগুলো মেরামত করছি। ১৭ তারিখ রাতে মাছ ধরা শুরু হবে।’

আরেক জেলে মঙ্গল ধন চাকমা বলেন, ‘আমরা নৌকার মেরামত ও রংয়ের কাজ করছি। অপেক্ষায় আছি কখন নদীতে মাছ ধরতে নামবো।’

মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া জানান, দীর্ঘ বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে বিএফডিসি এলাকা। আমরাও ড্রাম কাটা, জেলের টাকা পাঠানোসহ সকল কাজ সেরে নিয়েছি। আশা করছি গতবছরের তুলনায় এবার ভালো ও বড় মাছ পাওয়া যাবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, হ্রদে পানি ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে হ্রদে ৯৬ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৮ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হচ্ছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় মাছ শিকারের দুই দফা সময়সীমা বাড়ানো হয়। আগামী ১৭ আগস্ট থেকে হৃদে নামতে পারবেন জেলেরা।

/এসএইচ/
সম্পর্কিত
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
মহিপুরে আগুনে পুড়ে ছাই ২৩ মাছের আড়ত
মৎস্য অবতরণ কেন্দ্র আধুনিকায়নে কাজ করবে জাইকা ও বিএফডিসি
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা