X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

সাড়ে ৩ মাস পর কাপ্তাই হ্রদে নামছেন জেলেরা

জিয়াউল হক, রাঙামাটি
১৪ আগস্ট ২০২২, ১৫:২৩আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৫:৩৫

রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকারের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৭ আগস্ট। পরদিন সকাল থেকে হ্রদে নামতে পারবেন জেলেরা। তিন মাস ১৭ দিন পর মাছ শিকারের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছেন জেলেরা।

প্রতি বছরের মতো পহেলা মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এবার হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় ১ আগস্ট থেকে মৎস্য আহরণ শুরু করা যায়নি। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি পর্যান্ত পানি না থাকায় ইতোমধ্যে দুই দফায় ১৭ দিন মৎস্য শিকার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে। গত ১০ আগস্ট হ্রদের মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণবিষয়ক এক সভায় মাছ শিকার শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। 

কাপ্তাই হ্রদে মাছ শিকারের ওপর নির্ভরশীল প্রায় ২৫ হাজার জেলে। এদিকে পানি সঙ্কটে মাছের সুষ্ঠু বংশবিস্তারের জন্য হ্রদে মাছ ধরা বন্ধ থাকায় বেকার সময় কাটে তাদের। মাছ শিকার শুরুর ঘোষণা আসায় ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ পুরনো জাল সেলাই, কেউ নৌকা মেরামত করছেন। তাদের সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানা গেছে।

কেউ পুরনো জাল সেলাই, কেউ নৌকা মেরামত করছেন

রিজার্ভ বাজার পুরাতন জেলা পাড়ার মধু দাস বলেন, ‘মাছ ধরা বন্ধের সময় আমাদের খুব কষ্টে দিন কাটে। মাছ ধরা খুলে দিচ্ছে আমরাও পুরনো জালগুলো মেরামত করছি। ১৭ তারিখ রাতে মাছ ধরা শুরু হবে।’

আরেক জেলে মঙ্গল ধন চাকমা বলেন, ‘আমরা নৌকার মেরামত ও রংয়ের কাজ করছি। অপেক্ষায় আছি কখন নদীতে মাছ ধরতে নামবো।’

মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া জানান, দীর্ঘ বন্ধ থাকার পর আবারও কর্মব্যস্ত হয়ে উঠছে বিএফডিসি এলাকা। আমরাও ড্রাম কাটা, জেলের টাকা পাঠানোসহ সকল কাজ সেরে নিয়েছি। আশা করছি গতবছরের তুলনায় এবার ভালো ও বড় মাছ পাওয়া যাবে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) রাঙামাটি বিপণনকেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম জানান, হ্রদে পানি ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে হ্রদে ৯৬ ফুট মিন সি লেভেল (এমএসএল) পানি রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৮ আগস্ট থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হচ্ছে।

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কার্প জাতীয় মাছের বংশবিস্তারের লক্ষ্যে প্রতিবছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত হ্রদে মাছ শিকার বন্ধ থাকে। তবে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না থাকায় মাছ শিকারের দুই দফা সময়সীমা বাড়ানো হয়। আগামী ১৭ আগস্ট থেকে হৃদে নামতে পারবেন জেলেরা।

/এসএইচ/
সম্পর্কিত
কাপ্তাই হ্রদের মাছ পাচারের সময় যাত্রীবাহী বাসসহ জব্দ
নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, আড়তদারের এক বছরের কারাদণ্ড
নিরাপদ খাদ্য উৎপাদন জরুরি: প্রাণিসম্পদ উপদেষ্টা
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল