X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

গ্রেফতার আসামিকে ছাড়িয়ে নিতে হামলা, ২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:০০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল এবং উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নুরজাহানপুর গ্রামের সম্রাট মন্নাফ ওরফে মনেকের (৪৫) বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা ও ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় নবীনগর থানা পুলিশ। কিছুদিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে আবারও মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বাবা-ছেলের এলাকায় অবস্থান করার খবর পেয়ে সন্ধ্যায় অভিযানে চালিয়ে মনেককে গ্রেফতার করে পুলিশ। বাবাকে গ্রেফতারের খবর পেয়ে শিপনসহ কয়েকজন মাদক কারবারি দুই দিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। গুলিব্দ্ধি হন ওসি সোহেল ও এসআই রানা।

নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশের কাছ থেকে পালাতে হাতে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে মনেক। একই সময়ে তার ছেলে শিপন ও সহযোগী শরীফুল ইসলাম ওরফে পাটা খুঁধাইন্না ও সোহাগসহ আরও দুই জন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে ১৪ রাউন্ড গুলি ছোড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মাথায় গুলি লাগায় পরে এসআই রানাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি সোহেলেল হাতে গুলি লেগে বেরিয়ে গেছে। তাকে নবীনগর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ী ও ডাকাত চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পুলিশের ওপর হামলার ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেছেন।

/এসএইচ/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
ছাত্রদল নেতা নিহতের ঘটনায় সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি
সীমান্তে দাঁড়িয়ে কথা বলছিলেন মেম্বার, গুলি এসে লাগলো হাঁটুতে
সর্বশেষ খবর
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
নামাজ চলাকালে মসজিদের এসি বিস্ফোরণ, মুসল্লিদের মধ্যে আতঙ্ক
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
সর্বাধিক পঠিত
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!