X
বুধবার, ২২ মার্চ ২০২৩
৮ চৈত্র ১৪২৯

গ্রেফতার আসামিকে ছাড়িয়ে নিতে হামলা, ২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৫আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ১৪:০০

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদক কারবারিদের গুলিতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—নবীনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল এবং উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, নুরজাহানপুর গ্রামের সম্রাট মন্নাফ ওরফে মনেকের (৪৫) বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা ও ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে। এর আগে গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠায় নবীনগর থানা পুলিশ। কিছুদিন আগে জেল থেকে জামিনে বেরিয়ে আবারও মাদক বেচাকেনা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বাবা-ছেলের এলাকায় অবস্থান করার খবর পেয়ে সন্ধ্যায় অভিযানে চালিয়ে মনেককে গ্রেফতার করে পুলিশ। বাবাকে গ্রেফতারের খবর পেয়ে শিপনসহ কয়েকজন মাদক কারবারি দুই দিক থেকে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। গুলিব্দ্ধি হন ওসি সোহেল ও এসআই রানা।

নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, পুলিশের কাছ থেকে পালাতে হাতে থাকা ছুরি দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে মনেক। একই সময়ে তার ছেলে শিপন ও সহযোগী শরীফুল ইসলাম ওরফে পাটা খুঁধাইন্না ও সোহাগসহ আরও দুই জন পুলিশের ওপর গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে ১৪ রাউন্ড গুলি ছোড়ে। সেই সুযোগে মনেকসহ হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে প্রথমে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মাথায় গুলি লাগায় পরে এসআই রানাকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি সোহেলেল হাতে গুলি লেগে বেরিয়ে গেছে। তাকে নবীনগর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। মাদক ব্যবসায়ী ও ডাকাত চক্রকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পুলিশের ওপর হামলার ঘটনায় নবীনগর থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেছেন।

/এসএইচ/
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: ২২ মার্চ ২০২৩
আজকের আবহাওয়া: ২২ মার্চ ২০২৩
’৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী
’৯১-এর ঘূর্ণিঝড়ে বিএনপি সরকার কোনও ব্যবস্থা নেয়নি: প্রধানমন্ত্রী
২ টাকার মুজিব কয়েন দিলেই মিলছে সুপেয় পানি
২ টাকার মুজিব কয়েন দিলেই মিলছে সুপেয় পানি
আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২
আফগানিস্তান ও পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১২
সর্বাধিক পঠিত
কার্যালয়ে এসে দণ্ডপ্রাপ্তের নাম পাল্টে ফেললেন ইউএনও
কার্যালয়ে এসে দণ্ডপ্রাপ্তের নাম পাল্টে ফেললেন ইউএনও
দুই মাসেও বাস্তবায়ন হয়নি ইউএনওর বদলির আদেশ
দুই মাসেও বাস্তবায়ন হয়নি ইউএনওর বদলির আদেশ
সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
সব মসজিদে একই পদ্ধতিতে তারাবি পড়ার আহ্বান
বলিউডে যাচ্ছে টলিউড: সালমান খানের মুখোমুখি জিৎ!
বলিউডে যাচ্ছে টলিউড: সালমান খানের মুখোমুখি জিৎ!
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর
উন্নয়ন প্রকল্পে ‘প্রগতি’ ব্র্যান্ডের গাড়ি ব্যবহারের নির্দেশ প্রধানমন্ত্রীর