X
সোমবার, ২৩ জুন ২০২৫
৯ আষাঢ় ১৪৩২

আবার স্কুলে যাচ্ছে তারা, দেখছে নতুন স্বপ্ন

জসিম উদ্দিন মজুমদার, খাগড়াছড়ি 
১৯ নভেম্বর ২০২২, ২৩:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২২, ২৩:০০

খাগড়াছড়ির মো. কাউছার, শ্রাবণী চাকমা, আফসা চাকমা, হ্লাপ্রুচাই মারমা ও মেহেরুননেছা (ছদ্মনাম)। তাদের বাবা নেই, আর্থিক সংকটসহ নানা কারণে পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার স্কুলে যাচ্ছে, পড়ছে এবং স্বপ্ন দেখছে তারা। এসব শিশুর পাশে দাঁড়িয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। অসহায় ও দরিদ্র শিশুদের সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে আনার লক্ষ্যে কাজ করছে সংস্থাটি। নতুন করে শিক্ষার সুযোগ পেয়ে খুশি এসব শিশু। স্বপ্ন দেখছে বড় হওয়ার। 

প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২১ সালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান পানছড়ি উপজেলার ফাতেমা নগর এলাকার আবুল হোসেন। তার মৃত্যুতে বিপাকে পড়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া ছেলে কাউছার, নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ে মেহেরুন্নেছা ও স্ত্রী সাহেনা আক্তার। দারিদ্র্য ও আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হয়ে যায় কাউছার ও মেহেরুন্নেছার। 

সংসারের হাল ধরতে গ্যারেজে দিনে ১০০ টাকা মজুরিতে কাজ নেয় কাউছার। তার মা মানুষের বাড়িতে কাজ শুরু করেন। কিন্তু তা দিয়ে সংসার চলছিল না। অন্ধকার দেখছিল পুরো পরিবার। পরিবারের সবাই ছিলেন দুশ্চিন্তায়।

ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়

এমন সময়ে তাদের পাশে দাঁড়ায় উন্নয়ন সংস্থা ইউনাইটেড পারপাস সংস্থা। কাউছারকে কাজ থেকে ফিরিয়ে আনেন প্রকল্পের কর্মকর্তারা। তারা কাউছার ও মেহেরুন্নেছাকে আবারও বিদ্যালয়ে পাঠানোর সুযোগ করে দেন। দুই শিশুর পড়াশোনার জন্য মাসে এক হাজার করে টাকা দিচ্ছেন। পড়াশোনার সুবিধার্থে পড়ার টেবিল-চেয়ারসহ শিক্ষা উপকরণ এবং নিরাপদ পানির ব্যবস্থা দিয়েছে সংস্থাটি। পাশাপাশি সচ্ছলতার জন্য শিশুদের মা সাহেনা আক্তারকে গরু-ছাগল কেনার জন্য ২০ হাজার টাকা দেন। পড়ালেখার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কাউছার-মেহেরুন্নেছা। আর্থিক ভীত কিছুটা শক্ত হওয়ায় এবং সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাতে পেরে খুশি সাহেনা।

তাদের মতো গত এক বছর ধরে পানছড়ি ও লক্ষ্মীছড়ির ৭৭০ শিশু ও অভিভাবক এই প্রকল্পের সুবিধা পেয়ে আসছেন। ৭৭০ জনের মধ্যে পানছড়িতে সুবিধাভোগী ৩৩৬। এছাড়া জেলায় সংস্থাটি ২৫টি শিখন কেন্দ্র পরিচালনা করছে। যেখানে অন্যান্য শিশুর সঙ্গে দরিদ্র শিশুরাও পড়াশোনা করে বেড়ে উঠার সুযোগ পাচ্ছে।

সুবিধাভোগী সাহেনা আক্তার বলেন, ‘আমি এবং সন্তানরা যখন নিত্যদিনের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছিলাম তখন ইউনাইটেড পারপাসের
সহযোগী প্রতিষ্ঠান জাবারাং কল্যাণ সমিতি আমাদের পাশে দাঁড়ায়। আমাদের স্বপ্ন দেখাতে শুরু করে। এজন্য সংশ্লিষ্টদের কৃতজ্ঞতা জানাই।’

সুবিধাভোগী আফসা চাকমা বলেন, ‘আমার বাবাকে সন্ত্রাসীরা হত্যা করার পর অসহায় হয়ে পড়েছিল পরিবার। পড়ালেখা বন্ধ হয়ে যায়। কিন্তু এখন আবার স্কুলে যাচ্ছি। আমার মতো অনেক শিশু এই সুবিধা পাচ্ছে। ভবিষ্যৎ ভালো করার জন্য মনোযোগ দিয়ে পড়ছি। স্বপ্ন দেখছি চিকিৎসক হওয়ার।’

পানছড়ির ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু মারমা বলেন, ‘আফসা চাকমা ও হ্লাপ্রুচাই মারমাসহ আরও অনেকে আমার বিদ্যালয়ে পড়ছে। তারা মেধাবী ও পড়ালেখায় মনোযোগী। চলমান সুবিধা অব্যাহত থাকলে এসব শিশুর স্বপ্নপূরণ হবে।’

সুবিধাভোগী একটি পরিবার

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, ‘কেউ যেন আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেজন্য এই প্রকল্পের মাধ্যমে অসহায়-দরিদ্র শিশু ও তার পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা। আমরা চেষ্টা করছি, স্বপ্নবাজ তরুণ-তরুণীর স্বপ্নকে বাস্তবায়ন করতে, তাদের পথচলাকে গতিশীল করতে।’

ইউনাইটেড পারপাসের প্রকল্প ব্যবস্থাপক নিখিল চাকমা বলেন, ‘দরিদ্র শিশু ও তাদের অভিভাবকরা যাতে অবহেলিত না থাকে, সমাজে অন্যান্য শিশু ও পরিবারের মতো বেড়ে উঠতে পারে সে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা।’

/এএম/
সম্পর্কিত
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি: জুলাইয়ের মধ্যে চূড়ান্ত হচ্ছে নীতিমালা
শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষায় মনোযোগ দিতে হবে: বিডিইউ উপাচার্য
ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা, ক্ষতি পোষাতে বদ্ধপরিকর শিক্ষকরা
সর্বশেষ খবর
ইরানে মার্কিন হামলা: তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় বিশ্ব
ইরানে মার্কিন হামলা: তেহরানের প্রতিক্রিয়ার অপেক্ষায় বিশ্ব
কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন
কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
দৌলতদিয়ায় দুই মামলার আসামিকে কুপিয়ে হত্যা
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন নাঈম-লিটন
সর্বাধিক পঠিত
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
কর ফাঁকি: মৌসুমী-ফারিয়া-সাবিলা নূরসহ ২৫ তারকার ব্যাংক হিসাব জব্দ
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
আমরণ অনশনের হুঁশিয়ারি আন্দোলনকারীদের, বৈঠক করবেন আসিফ নজরুল
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
এক্সিম ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি আখতার হোসেনের পদত্যাগ
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার