X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শিশু আয়াত হত্যা: আবিরের বাবা-মা-বোন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ নভেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১৭:৪৪

চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু আলিনা ইসলাম আয়াত (৫) হত্যায় অভিযুক্ত আবির আলীর মা-বাবা ও বোনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিমের আদালত শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন। এর মধ্যে আবিরের বাবা আজমল আলী ও মা আলো বেগমের তিন দিন করে এবং বোন আঁখি আকতারের দুদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

এর আগে মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে তাদের গ্রেফতার করা হয়। দুপুরে আদালতে সোপর্দ করে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করে পিবিআই।

মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক মনোজ কুমার দে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবিরের বাবা-মায়ের তিন দিন করে এবং বোন আঁখি আকতারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।’ 

আরও পড়ুন: শিশু আয়াতকে হত্যা করা আবির আরও ৭ দিনের রিমান্ডে

তিনি আরও বলেন, ‘সোমবার থেকে দ্বিতীয় দফায় আবিরকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাবা-মা ও বোনকে গ্রেফতার করা হয়েছে।’

তবে আয়াত হত্যায় এই তিন জনের সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা সে বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি মামলার তদন্ত কর্মকর্তা।

অভিযুক্ত আবির আলী

মনোজ কুমার দে বলেন, ‘দুই দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আসামিকে আদালতে সোপর্দ করা হয়। রিমান্ডে আবির গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এ কারণে আরও সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাবা-মা ও বোনকে গ্রেফতার করা হয়েছে।’

গত বৃহস্পতিবার রাতে আয়াতকে খুনের অভিযোগে আবির আলীকে নিজ বাসা থেকে গ্রেফতার করে পিবিআই। শুক্রবার রাতে আয়াতের বাবা সোহেল রানা বাদী হয়ে ইপিজেড থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় আবিরকে গ্রেফতার দেখানো হয়। আবির রংপুরের তারাগঞ্জ এলাকার আজমল আলীর ছেলে। আয়াত ইপিজেড থানার বন্দরটিলা নয়াহাট এলাকার শাহেদা ইসলাম তামান্না ও সোহেল রানা দম্পতির একমাত্র মেয়ে।

আরও পড়ুন: কোথায় আয়াতের টুকরো করা লাশ ফেলেছে দেখিয়েছে আবির

এই হত্যাকাণ্ডের বিষয়ে এর আগে পিবিআই চট্টগ্রাম মেট্রো অঞ্চলের পুলিশ সুপার নাইমা সুলতানা বলেছেন, ‘মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণ করে তাদের সাবেক ভাড়াটিয়া আবির আলী। গত ১৫ নভেম্বর নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা নয়াহাট বিদ্যুৎ অফিস এলাকার মসজিদের পাশ থেকে আরবি পড়তে যাওয়ার সময় আয়াতকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ আকমল আলী সড়কের নিজ বাসায় নিয়ে ছয় টুকরো করে আবির। লাশের টুকরো দুটি বস্তায় করে পতেঙ্গা বেড়িবাঁধ এলাকায় বঙ্গোপসাগরে ফেলে দেয় সে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার দিন আয়াতকে না পেয়ে তার বাবা ইপিজেড থানায় নিখোঁজের জিডি করেন। জিডির ছায়া তদন্ত করে পিবিআই। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আবিরকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর সে পিবিআইকে এসব তথ্য দিয়েছে।’

/এএম/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
চুরির অপবাদ দিয়ে কারখানায় শ্রমিককে পিটিয়ে হত্যা, ‘মূলহোতা’ গ্রেফতার
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দ, গাড়ি ও ব্যাংক হিসাব অবরুদ্ধ
সর্বশেষ খবর
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
সিনেমা নির্মাণে সংগীত পরিচালক ইমন সাহা
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
বৈষম্যবিরোধী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ-লাঠিপেটা, আহত ১০
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক