X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আটক ১৮

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৭ জানুয়ারি ২০২৩, ০০:০২আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ০০:০২

চট্টগ্রামে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় ১৮ জনকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে নগরের কাজীর দেউড়ি এলাকায় এ সংঘর্ষ হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরের নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করেছিল চট্টগ্রাম মহানগর বিএনপি। সেখানে মিছিল নিয়ে আসার পথে সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকালে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ চলছিল বিএনপির। সমাবেশে যোগ দিতে যুবদলের একটি মিছিল কাজীর দেউড়ি মোড়ে এলে থামিয়ে দেয় পুলিশ। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছুড়তে থাকে পুলিশ। একপর্যায়ে রাস্তায় গাড়ি ভাঙচুর শুরু করেন নেতাকর্মীরা। সেইসঙ্গে পুলিশের একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। এতে কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হওয়া সংঘর্ষ নুর মোহাম্মদ সড়কের পুরাতন বিমান অফিস, স্টেডিয়াম এলাকা, আলমাস সিনেমার মোড় এবং ওয়াসা মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-দফতর সম্পাদক মো. ইদ্রিস আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। মহানগর যুবদল মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসার সময় পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে। বিনা উসকানিতে পুলিশ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করেছে। এর থেকে ঘটনার সূত্রপাত। পুলিশ মিছিল ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। পুলিশের লাঠিচার্জে ১৫ নেতাকর্মী আহত হন। অন্তত ২০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।’

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির মিছিল থেকে বিনা কারণে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর ও পুলিশের মোটরসাইকেলে আগুন দিয়েছে নেতাকর্মীরা। পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত ১৮ জনকে আটক করা হয়েছে। অভিযান চলমান আছে।’

 

/এএম/
সম্পর্কিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
সর্বশেষ খবর
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সিলেট নগরীতে অপরাধী শনাক্তে ১১০ সিসি ক্যামেরা
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
সমরাস্ত্র প্রদর্শনীতে মেশিন টুলস ফ্যাক্টরির পণ্য
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
রাজধানীকে সুন্দর করতে রাজনৈতিক সদিচ্ছা জরুরি: আইইবি
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
ইউক্রেন ইস্যুতে পুতিন-রামাফোসার ফোনালাপ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো