দুবাই থেকে ভারত হয়ে বাংলাদেশে ঢোকার সময় মোহাম্মদ বাদল রিয়াজ (৪৮) নামে এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে আখাউড়া ইমিগ্রেশন পুলিশ।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ত্রিপুরার আগরতলা ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশকালে তাকে গ্রেফতার করা হয়। মোহাম্মদ বাদল রিয়াজ কুমিল্লার তিতাস উপজেলার আলোচিত যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলার ৫ নম্বর আসামি এবং উপজেলার জিয়ারকান্দি গ্রামের রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ মো. হাসান আহমেদ ভূঁইয়া বলেন, বাদলের পাসপোর্ট নম্বরটি কালো তালিকাভুক্ত থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার ব্যক্তি একটি হত্যা মামলার আসামি উল্লেখ করে ইমিগ্রেশন পুলিশকে অবহিত করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তার পাসপোর্টটি কালো তালিকাভুক্ত করা হয়।
গ্রেফতারের পর তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ইমিগ্রেশন পুলিশ।
পুলিশ জানায়, পূর্বশত্রুতা ও রাজনৈতিক আধিপত্য বিস্তারের জেরে চলতি বছরের ৩০ এপ্রিল রাতে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে যুবলীগ নেতা জামাল হোসেনকে (৪০) হত্যা করা হয়। ওইদিন বোরকা পরে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত কাছ থেকে তাকে গুলি করে হত্যা করে।
জামাল হোসেন তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি তিতাসের জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে। তবে গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।