X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ফুটন্ত লিকার ঢেলে চা দোকানিকে ঝলসে দিলেন ভাইস চেয়ারম্যান

চাঁদপুর প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৫

চাঁদপুরের কচুয়ায় মকবুল হোসেন নামে প্রায় ষাট বছর বয়সী এক চা দোকানির গায়ে কেটলির ফুটন্ত লিকার ঢেলে শরীর ঝলসে দিয়েছেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর যুবলীগের আহ্বায়ক মাহবুব আলম। শুধু তাই নয়, তাকে করা হয়েছে মারধর, ভাঙচুর করা হয়েছে তার দোকানটিও।

কচুয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের কোয়া নামক এলাকায় ১৫ সেপ্টেম্বর গভীর রাতে এ ঘটনা ঘটে। আহত ওই দোকানিকে উদ্ধার করে শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কিন্তু সেখানে কোনও চিকিৎসা না দেওয়ায় তাকে নিয়ে ভর্তি করা হয় পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই চা দোকানির পিঠসহ শরীরের ৬/৭ শতাংশ ঝলসে গেছে।

ভুক্তভোগী চা দোকানি মকবুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার অভাবের সংসার। চায়ের দোকাদারি করে ডাল-ভাত খেয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে কোনোরকম বেঁচে আছি। আমাদের ভাইস চেয়ারম্যানের বাড়িও একই এলাকায়। শুক্রবার দিবাগত রাত ২টার দিকে এক ছেলে এক প্যাকেট বেনসন সিগারেট চাইলে তার কাছে আমি ৩৫০ টাকা রাখি। যেটি আমি কিনেছি ৩২০ টাকায়। তবে এই সিগারেটের প্যাকেট ভাইস চেয়ারম্যানের জন্য জানার পর ২০ টাকা ফেরত দিতে চাইলেও ওই ছেলেটি টাকা না নিয়ে চলে যায়। কিছুক্ষণ পরই ৭-৮ জন ব্যক্তিসহ ভাইস চেয়ারম্যান মাহবুব আলম এসে আমাকে দোকান থেকে বের হতে বলে। আমি তাদের দেখে ভয়ে দোকান থেকে বাইরে বের হইনি। একপর্যায়ে চায়ের ট্রে’র মধ্যে থাকা প্রায় ২৫টি কাপ ও তিন কেজি চিনি ফেলে দেয়। এরপর কেটলির গরম লিকার আমার গায়ে ঢেলে দেয়। এ সময় আমি কান্নাকাটি করলেও তাদের মন গলেনি।’

তিনি বলেন, ‘কচুয়া উপজেলা হাসপাতালে ভর্তি হতে গেলেও সেখানে আশপাশে তাদের লোকজন থাকায় ভর্তি হতে পারিনি। পরে আমার জামাইয়ের সহযোগিতায় ভ্যানে করে বাড়িতে যাই। সকালে আমি হাজীগঞ্জ হাসপাতালে আসার পর চিকিৎসকরা ভর্তি করেন।’

ভুক্তভোগীর ছেলে এইচএসসি পরীক্ষার্থী ফয়সাল বলেন, ‘আমার বাবার গায়ে কেটলির গরম পানি ঢেলে দেওয়া হয়েছে। মারধর করা হয়েছে। তার পিঠ ও হাতের একাংশ ঝলসে গেছে। দোকান ভাঙচুর করা হয়েছে। এক সুযোগে আব্বা সেখান থেকে পালিয়ে আসছে। তা নাহলে তারা আমার বাবাকে সেখানেই মেরে ফেলতো। পরিবারে অভাব ও ঋণ থাকায় আমরা দিনে দোকানে বসি, আর বাবা রাতে দোকান চালান। এ ঘটনার পর আমরা আতঙ্কের মধ্যে আছি। কারণ, তারা খুবই প্রভাবশালী।’

ভুক্তভোগীর ভাই নসিমন চালক আরিফ বলেন, ‘গভীর রাতে সিগারেটের প্যাকেটের দাম ২০ টাকা বেশি রাখার অভিযোগে আমার বড় ভাইয়ের গায়ে গরম লিকার ঢেলে দেওয়া হয়। এ সময় দোকান ভাঙচুর করা হয়। আমরা অসহায় হওয়ায় এর আগেও সিগারেট নিয়ে ভাইস চেয়ারম্যানের ভাই পৌরসভার কাউন্সিলর মামুন তাকে মারধর করে। তাদের কাছে সিগারেট বিক্রি করলেও দোষ, না করলেও দোষ।’

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (আবাসিক) ডা. মো. জালাল উদ্দিন বলেন, ‘একজন লোক আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের জরুরি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে এখনই কথা বলতে পারবো না।’

এ বিষয়ে জানতে চাইলে কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম বলেন, ‘আমি এ ঘটনার সাথে জড়িত না।’

/কেএইচটি/
সম্পর্কিত
কাগজপত্রবিহীন মোটরসাইকেল ছাড়াতে এসে থানায় হামলা, আটক ৪
সংবাদে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করায় পত্রিকা কার্যালয়ে হামলা-ভাঙচুর
ময়মনসিংহে আ.লীগ নেতাকে পেটানোর ভিডিও ভাইরাল, ‘ফেক ভিডিও’ বলছে পুলিশ
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ