X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

খুনের মামলার আসামিকে কুপিয়ে হত্যা, ৩ যুবক গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২৩, ১৯:২২আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১৯:২২

কক্সবাজারের পেকুয়া উপজেলায় খুনের মামলার আসামি আবু ছৈয়দকে কুপিয়ে হত্যার ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৩ অক্টোবর) মধ্যরাতে উপজেলার মগনামার আফজলিয়াপাড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫-এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। এর আগে ১০ অক্টোবর পেকুয়ায় জয়নাল হত্যা মামলার আসামি আবু ছৈয়দকে (৩৮) কুপিয়ে হত্যা করা হয়। নিহত আবু ছৈয়দ পেকুয়া মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকার মৃত বদিউল আলমের ছেলে।

গ্রেফতারকৃতরা হলেন আফজলিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে নেজামুল ইসলাম মুজাহিদ (২৮), একই এলাকার মৃত নুরুন্নবীর দুই ছেলে আমিরুজ্জামান (২৮) ও জামিল ইব্রাহিম ছোটন (২৫)।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাবের অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, ‌‘গত ১০ অক্টোবর বিকাল ৩টার দিকে পেকুয়ার আফজলিয়াপাড়ায় পূর্বশত্রুতার জেরে আবু ছৈয়দকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার পর একটি পা কেটে নিয়ে যায় আসামিরা। এ ঘটনায় আবু ছৈয়দের স্ত্রীসহ চার জন গুরুতর আহত হন। ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে পেকুয়া থানায় হত্যা মামলা করেন। পরে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় শুক্রবার মধ্যরাতে আফজলিয়াপাড়ায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি হত্যার পরিকল্পনাকারী নেজামুল ইসলামসহ তিন জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো একই এলাকার আমিরুজ্জামান ও তার ভাই জামিল ইব্রাহিম ছোটন।’

গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে জানিয়ে লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে ঘটনার বর্ণনা দেয়। তারা জানায়, ঘটনার তিন দিন আগে হত্যাকারীরা নিজেদের মধ্যে গোপন বৈঠক করে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ১০ অক্টোবর বিকালে আবু ছৈয়দ তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে তারা সেখানে হামলা চালায়। কিছু বুঝে উঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে আবু ছৈয়দকে এলোপাতাড়ি কোপাতে থাকে। প্রাণ বাঁচাতে আবু ছৈয়দ খাটের নিচে ঢুকে পড়লে সেখান থেকে টেনেহিঁচড়ে বের করে হাত-পা চেপে ধরে কোপানোর পর মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। এ সময় আবু ছৈয়দের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন করে নিয়ে যায় তারা। পরবর্তীতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পেকুয়ায় আলোচিত জয়নাল হত্যা মামলার আসামি ছিলেন নিহত আবু ছৈয়দ।’

/এএম/
সম্পর্কিত
মিরপুরে বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ৪
আ.লীগ ও সহযোগী সংগঠনের ৩ সদস্য গ্রেফতার
হাজারীবাগে ছেলে হত্যার অভিযোগে বাবা গ্রেফতার
সর্বশেষ খবর
টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ
টেকনাফে দুর্ভোগে অর্ধলাখ মানুষ, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১
কেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ১১
পদ্মার সেই বাঁধে আবারও ভাঙন, নিমিষেই বিলীন হলো ৮ স্থাপনা
পদ্মার সেই বাঁধে আবারও ভাঙন, নিমিষেই বিলীন হলো ৮ স্থাপনা
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
আসামি ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তা আহত
সর্বাধিক পঠিত
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
আপাতত আন্দোলন নয়, অধ্যাদেশ জারির পর সিদ্ধান্ত
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স