X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

বৈরী আবহাওয়ায় বন্ধ জাহাজ চলাচল, দ্বীপে আটকা ১৫০ পর্যটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২৩, ২২:৩৫আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ২৩:৫২

বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রয়েছে। যার কারণে দেড়শ পর্যটককে দ্বীপে রাত্রি যাপন করতে হবে।

সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে টেকনাফ থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। বুধবার (১৫ নভেম্বর) সকালে পর্যটকবাহী কেয়ারি সিন্দবাদ বার আউলিয়া ও আটলান্টিক জাহাজে করে দ্বীপ ভ্রমণে যায় চারশ’র বেশি পর্যটক। এদিন বিকালে আড়াইশ পর্যটক দ্বীপ ছাড়লেও সেখানে বাকিরা থেকে যান।

জাহাজ চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় বৃহস্পতিবার সকালে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। তবে দ্বীপে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক সেখানে রাত্রি যাপন করছিল। তাদের আরও এক রাত সেখানে থাকতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের নিয়ে আসা হবে।’

এদিকে কক্সবাজার সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত অব্যাহত থাকায় বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল রয়েছে। এ কারণে বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চা্ইলে পর্যটকবাহী জাহাজ কেয়ারি সিন্দবাদের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, ‘৩ নম্বর সংকেতের কারণে সমুদ্র উত্তাল থাকায় বৃহস্পতিবার জাহাজ বন্ধ থাকবে। তবে বেড়াতে আসা কিছু পর্যটক দ্বীপে রয়েছেন। আবহাওয়া স্বাভাবিক হলে তাদের ফিরিয়ে আনা হবে। কিন্তু এ ধরনের ঘটনায় কমপক্ষে দুই দিন জাহাজ চলাচল বন্ধ থাকে।’

জাহাজ চলাচল বন্ধের কথা স্বীকার করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, ‘বৈরী আবহাওয়ার ফলে সমুদ্র উত্তালের কারণে বৃহস্পতিবার এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে ভ্রমণে আসা বেশ কিছু পর্যটক দ্বীপে অবস্থান করছেন। তাদের খোঁজখবর রাখা হবে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার জাহাজ চলাচল শুরু হবে।’

জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ২৬ সেপ্টেম্বর থেকে অনুমতিক্রমে কক্সবাজার টেকনাফ দমদমিয়া ঘাট থেকে এ নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তৃতীয়বারের মতো বৃহস্পতিবার জাহাজ চলাচল বন্ধ থাকবে।

/কেএইচটি/
সম্পর্কিত
সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
মাছ ধরায় নিষেধাজ্ঞাটেকনাফে ১০ হাজার জেলে পরিবারে দুর্দিন, ২১ দিনেও পাননি ভিজিএফের চাল
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সর্বশেষ খবর
সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি
সব দলকে ডেকে আলোচনার টেবিলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতো: এ্যানি
চ্যাম্পিয়ন ছেলেকে নিয়ে এক সংগ্রামী মায়ের গল্প
চ্যাম্পিয়ন ছেলেকে নিয়ে এক সংগ্রামী মায়ের গল্প
সৌদি আরবে পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
সৌদি আরবে পৌঁছেছেন ৩৭৮৩০ হজযাত্রী, ৫ জনের মৃত্যু
ঘর প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার কিছু উপায় জেনে নিন
ঘর প্রাকৃতিকভাবে ঠান্ডা রাখার কিছু উপায় জেনে নিন
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ