X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

স্বাক্ষর তালিকায় থাকা ৩ ভোটার প্রবাসে, এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মীরসরাই প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৫:০৩

আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মীরসরাই আসনে স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গিয়াস উদ্দিনের মনোনয়নপত্র বাতিল করেছেn রিটার্নিং কর্মকর্তা। রবিবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজামান মনোনয়নপত্র বাছাইয়ে এই প্রার্থীর জমা দেওয়া এক শতাংশ ভোটারের স্বাক্ষর বাছাইয়ে তিন ভোটার প্রবাসে থাকার প্রমাণ পাওয়ায় মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। আট জনের মধ্যে বাকি সাত জনের মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল, সাম্যবাদী দলের প্রার্থী দিলীপ বড়ুয়া, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী নুরুল করিম আফছার, ইসলামি ফ্রন্ট প্রার্থী আব্দুল মান্নান, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) মনোনীত ইউসুফ, বাংলাদেশ মুসলীম লীগ (বিএমএল) মনোনীত শেখ জুলফিকার বুলবুল চৌধুরী।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহফুজা জেরিন বলেন, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে মোট ভোটারের এক শতাংশ ভোটারের স্বাক্ষর নির্বাচন কমিশনে জমা দিতে হয়। এ আসনে তিন লাখ ৬৬ হাজার ৫২৫ ভোটারের এক শতাংশ তিন হাজার ৬৬৫ জন ভোটারের স্বাক্ষর স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী আমরা স্বাক্ষর দেওয়া ভোটারের মধ্যে ১০ ভোটার সম্পর্কে বাছাই করেছি। এর মধ্যে তিন ভোটার প্রবাসে থাকার প্রমাণ পাওয়ায় ওনার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, মোট আট প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চাইলে নির্বাচন কমিশনে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিনের নির্বাচনি কমিটির প্রধান সমন্বয়ক নিয়াজ মোর্শেদ এলিট বলেন, নির্বাচনি বিধি অনুযায়ী আমাদের প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিন ঢাকায় নির্বাচন কমিশনে আপিল করবেন।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ৫-৯ ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল করা যাবে। কমিশন ১০-১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবেন।

মোহাম্মদ গিয়াস উদ্দিন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। মীরসরাই আসনে মনোনয়ন পান বর্তমান সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান মাহবুব উর রহমান রুহেল।

মীরসরাইয়ে মোট ভোটার সংখ্যা তিন লাখ ৬৬ হাজার ৫২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৮ হাজার ৭৪১, নারী ভোটার এক লাখ ৭৭ হাজার ৭৮২ জন।

/এফআর/
সম্পর্কিত
দেশের ইতিহাসে ‘শ্রেষ্ঠ নির্বাচন’ হবে, আনফ্রেলকে আশ্বাস প্রধান উপদেষ্টার
নির্বাচনে অংশ নিতে ৮০-৯০ শতাংশ কাজ সম্পন্ন করে রেখেছে বিএনপি: দুদু
ডিসেম্বরকে টার্গেট করেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি আনোয়ারুল
সর্বশেষ খবর
ভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
মার্কো রুবিও’র সঙ্গে ইসহাক দারের ফোনালাপভারত হামলা বন্ধ করলে পাকিস্তানও ভেবে দেখবে
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ কবরেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
আবারও শ্রম ভবনের সামনে বিক্ষোভ কবরেন টিএনজেড গ্রুপের শ্রমিকরা
১৫ ঘণ্টা পর সচল দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল, পয়েন্টম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
১৫ ঘণ্টা পর সচল দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল, পয়েন্টম্যানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা
পুরান ঢাকার লালবাগে ডিএসসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পুরান ঢাকার লালবাগে ডিএসসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ