X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদের সন্তানের মতো যত্ন নেওয়া’

কুমিল্লা প্রতিনিধি
০২ মার্চ ২০২৪, ২৩:২২আপডেট : ০২ মার্চ ২০২৪, ২৩:৫৮

কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেছেন, ‌‘প্রত্যেক শিক্ষকের উচিত শিক্ষার্থীদের নিজের সন্তানের মতো যত্ন নেওয়া। তাহলে কোনও শিক্ষার্থী মাদকমুখী হবে না, কোনও শিক্ষার্থী কিশোর গ্যাংয়ে জড়াবে না। এর মধ্য দিয়ে একটি সুন্দর সমাজ গঠিত হবে।’

শনিবার (০২ মার্চ) বরুড়ায় প্রাথমিক শিক্ষক পরিবার আয়োজিত মানসম্মত ও গঠনমূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু-এ-মারমা মংয়ের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।  

সভায় এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীম বলেন, ‘শিক্ষকরা কোনও দলের নয়, তারা হলেন মানুষ গড়ার কারিগর। তাই শিক্ষকরা যেন কোনও বিবাদে না জড়ান। একটি শিক্ষিত জাতি গঠন করতে পারলেই আমরা জাতির পিতার সোনার বাংলা ও শেখ হাসিনার ক্ষুধা-দারিদ্র্য-শোষণ-বঞ্চনা এবং দুর্নীতিমুক্ত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো।’ 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এন এম মইনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম, বরুড়া পৌরসভার সাবেক মেয়র বাহাদুরুজ্জামান, বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা তরিকুল ইসলাম। অনুষ্ঠানে বরুড়া উপজেলার ১৫৪টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন। সভায় নবনির্বাচিত সংসদ সদস্যসহ আগত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিকালে হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন শামীমের অর্থায়নে পৌরসভার ছয়টি ওয়ার্ডে কর্মহীন মানুষের কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনের জন্য অটোরিকশা, সেলাই মেশিন, মাতৃত্বকালীন অনুদান, দরিদ্র রোগীদের চিকিৎসা, মসজিদ-মন্দিরে সহায়তা এবং এলাকার প্রবীণ ও ত্যাগী আওয়ামী লীগ নেতাদের সম্মাননাসহ বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেন।

এর মধ্যে বরুড়া পৌরসভার ১, ২, ৩, ৪, ৬, ৭ নম্বর ওয়ার্ডের ১৮ জন কর্মহীন পুরুষকে একটি করে অটোরিকশা দেওয়া হয়। ১৯ জন অসহায় নারীকে একটি করে সেলাই মেশিন, ১৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা, ১৯ জন নারীকে মাতৃত্বকালীন ভাতা, ২৯ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা, উপহার এবং ১৭টি মসজিদ, দুটি মন্দিরে আর্থিক অনুদান দেওয়া হয়।

বরুড়া পৌরসভার সাবেক মেয়র মো. বাহাদুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এসকিউ ফাউন্ডেশনের সদস্যসচিব মো. তোফায়েল হোসেন, বরুড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা ও উপজেলা আওয়ামী লীগ নেতা আমির হোসেন প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
দাবি আদায়ে প্রাথমিক শিক্ষকদের ঐক্যের আহ্বান
প্রাথমিক শিক্ষার ঘাটতি কখনও পূরণ হয় না: ডা. বিধান রঞ্জন
টাইম স্কেল জটিলতামৃত্যুর পরও মিলছে না পাওনা, বিপাকে হাজারো শিক্ষক পরিবার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক