পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামে প্রতিপক্ষের হামলায় শানু মিয়া (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই এলাকার আলম মিয়া ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে পূর্বভাগ ইউনিয়নের পূর্বভাগ গ্রামের হাবিবুর রহমান ও আক্তার মিয়া সিলেট শহরের কদমতলী এলাকায় ভাঙারি ব্যবসা করতেন। হাবিব মিয়া ভাঙারির ব্যবসার তিন হাজার টাকা পেতেন আক্তার মিয়ার কাছে। এ নিয়ে মঙ্গলবার বিকালে হাবিব ও আক্তারের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন উত্তেজিত হয়ে আক্তারের চাচা শানু মিয়াকে মারধর করেন, একপর্যায়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন হাবিবের লোকজন। এতে ঘটনাস্থলে প্রাণ হারান এই বৃদ্ধ। এ সময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে শানু মিয়ার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ওসি সোহাগ রানা জানান, পাওনা টাকা চাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন প্রাণ হারান। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত জন্যে মর্গে প্রেরণ করেন। তবে এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িত হাবিব মিয়াসহ অভিযুক্তদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।