X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চট্টগ্রামে আন্দোলনের নামে নাশকতা: ৩৪ মামলায় গ্রেফতার ৯৮৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ জুলাই ২০২৪, ২৩:৫২আপডেট : ৩১ জুলাই ২০২৪, ২৩:৫৩

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একটি নতুন মামলা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) রাতে নগরীর কর্ণফুলী থানায় মামলাটি করা হয়। নগরীতে এ নিয়ে মোট মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২৩টি। অপরদিকে জেলার থানাগুলোতে মামলা রয়েছে ১১টি। সব মিলিয়ে নগরী ও জেলায় সহিংসতার অভিযোগে মামলার সংখ্যা ৩৪টি। এসব মামলায় আসামির সংখ্যা প্রায় ৪৫ হাজার।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় এসব মামলায় আরও ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার (৩১ জুলাই) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।  

এর মধ্যে মেট্রোপলিটন পুলিশের অভিযানে গ্রেফতার করা হয়েছে ১২ জনকে। জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় পাঁচ জনকে। সব মিলিয়ে বুধবার বিকাল পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে দায়ের করা ৩৪ মামলায় ৯৮৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি-পিআর) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী মোহাম্মদ তারেক আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌চট্টগ্রাম নগরীতে কোটা আন্দোলনে হত্যা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে নতুন একটিসহ বিভিন্ন থানায় ২৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৫৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। 

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘কোটা সংস্কার আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়। জেলায় এ পর্যন্ত এসব মামলায় ৪০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক