X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মীরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, ভেঙেছে লাইনের ২৫০ স্লিপার

মীরসরাই প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৭:১৬

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভার চিনকী আস্তানা এলাকায় মালবাহী একটি ট্রেনের (৬০৩-আপ) একটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।

এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। লাইনচ্যুত বগিসহ পাঁচটি বগি রেখে ট্রেনটি বাকি বগি নিয়ে ফাজিলপুর স্টেশনে নিয়ে যাওয়া হয়। চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও বিকাল ৫টা পর্যন্ত ঢাকামুখী লেনে চিনকী আস্তানা স্টেশন থেকে ফাজিলপুর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল। চাকা লাইনচ্যুত হওয়ার ফলে প্রায় ২৫০টি স্লিপার ভেঙে চুরমার ও শতাধিক হ্যান্ডেল ক্লিপ নষ্ট হয়ে যায়।

মীরসরাইয়ে ট্রেনের বগি লাইনচ্যুত, ভেঙেছে লাইনের ২৫০ স্লিপার

রেলওয়ের চিনকী আস্তানা স্টেশনের সহকারী মাস্টার জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার দুপুর ১২টায় আপ লেনে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ৩২টি বগি নিয়ে মালবাহী ট্রেন চিনকী আস্তানা স্টেশন পার হয়ে আধা কিলোমিটার গেলে পেছন থেকে ধোঁয়া দেখা যায়। পরে তাৎক্ষণিক কন্ট্রোল রুমে বিষয়টি জানাই। কিছুক্ষণ পর ট্রেন বন্ধ করা হলে দেখা যায় পেছনে একটি বগির ৪টি চাকা লাইনচ্যুত হয়ে যায়। চাকার ঘষায় অনেকগুলো স্লিপার ভেঙে যায় এবং হ্যান্ডেল ক্লিপ নষ্ট হয়ে যায়।

তিনি জানান, দুপুর ১টা ১০ মিনিটে লাইনচ্যুত বগিটিসহ আরও চার বগি রেখে বাকি ২৭টি বগি নিয়ে ট্রেনটি ফাজিলপুর স্টেশনে রাখা হয়। চট্টগ্রাম লেনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকামুখী লেনে চিনকী আস্তানা স্টেশন থেকে ফাজিলপুর স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এই কর্মকর্তা আরও বলেন, লাইনচ্যুত বগিটি উদ্ধারের জন্য চট্টগ্রাম থেকে রিলিফ ট্রেন বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। বগিটি উদ্ধারের পর নষ্ট হওয়া স্লিপার পরিবর্তন ও লাইন চেক করে পুনরায় আপ লেনে ট্রেন চলাচল শুরু করা হবে। 

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেলো বৃদ্ধের
রাজশাহী থেকে সাড়ে তিন ঘণ্টা পর বনলতা এক্সপ্রেস ট্রেন ছাড়লো
রাজশাহীতে বনলতা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত
সর্বশেষ খবর
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার