X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন গাজীপুরের অগ্রণী উচ্চ বিদ্যালয়

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ০৬:৩৫আপডেট : ১৬ জুন ২০১৯, ০৬:৪২

 

 

বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন অগ্রণী উচ্চ বিদ্যালয় বিএসবি ফাউন্ডেশন স্কুল ক্রিকেটের ফাইনাল খেলায় ক্যামব্রিয়ান স্কুল ঢাকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গাজীপুরের অগ্রণী উচ্চ বিদ্যালয়। শনিবার (১৫ জুন) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ১০ উইকেটের বড় জয় তুলে নেয় অগ্রণী উচ্চ বিদ্যালয়। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

রাজধানী ঢাকা ও তার আশপাশের ৬৪টি স্কুলের শিক্ষার্থীরা ১৬ দলে বিভক্ত হয়ে এই টুর্নামেন্টে অংশ নেয়।

টি টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা ১০ ওভারে গড়ায়। প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ক্যামব্রিয়ান স্কুল মাত্র ৪৮ রান তুলে অলআউট হয়ে যায়। জবাবে গাজীপুর অগ্রণী উচ্চ বিদ্যালয় ব্যাট করতে নেমে কোনও উইকেট না হারিয়ে দুই ওভার বাকী থাকতেই ৪৯ রান তুলে নেয়।

ফাইনাল খেলায় অগ্রণী উচ্চ বিদ্যালয় দলের বোলার তানভীর ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হয়। পাশাপাশি একই দলের হাসান টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়।

এরআগে, শনিবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বি মিয়া ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এম কে বাশার পিএমজেএফ।

দুপুরে খেলা শেষে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এসময় প্রতিমন্ত্রী জানান, স্কুল পর্যায়ের ক্রিকেট খেলাকে আরও এগিয়ে নিতে সরকার নানা পরিকল্পনা নিয়েছে। এই লক্ষ্যে দেশে আরও কয়েকটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করার কথাও জানান তিনি।

প্রসঙ্গত, ক্যামব্রিয়ান স্পোর্টস ইনস্টিটিউটের তত্ত্বাবধানে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে গত ১৬ মার্চ থেকে টুর্নামেন্টটি শুরু হয়। এতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলার ৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের খেলোয়াড়রা অংশ নেয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
ব্যবসার নামে প্রতারণা: শত কোটি টাকা আত্মসাৎকারীর গ্রেফতার ও বিচার দাবি
ট্রাম্পের ব্যয়ের বিলকে সমর্থন করা আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
ট্রাম্পের ব্যয়ের বিলকে সমর্থন করা আইনপ্রণেতাদের শাস্তির হুমকি ইলন মাস্কের
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সাবিনা ইয়াসমীনের কন্ঠে নতুন দেশাত্মবোধক গান
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক