X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নৌকায় ভোট দিতে বাধ্য করায় ১০ জনের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০২২, ১৬:০৭আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১৬:০৭

মানিকগঞ্জে ইউপি নির্বাচনে কেন্দ্রে ঢুকে কারচুপি এবং ভয়-ভীতি প্রদর্শন করে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করার দায়ে ১০ জনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৫ জানুয়ারি) বেলা ১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার সুলতানা এ রায় দেন।

র‌্যাব-৪-এর লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন জানান, জেলার হরিরামপুর উপজেলার গালা ইউনিয়নের নির্বাচনে কামার ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে ভোট কারচুপি করেন দণ্ডিতরা। তারা ভয়-ভীতি প্রদর্শন করে সাধারণ ভোটারদের নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করেন। বেলা সাড়ে ১২টার দিকে সেখান থেকে র‌্যাব-৪ ১০ জনকে আটক করে। এ সময় একঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে আটকদের নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে সাত দিন করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দশ জনের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তানভীর রাহি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবিদ হাসান খান সাকিবসহ আরও আট জন বহিরাগত ছাত্রলীগ কর্মী।

এ ঘটনায় কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে গেলে একঘণ্টা ভোট কার্যক্রম স্থগিত থাকে। অনেক ভোটার ভোট কেন্দ্র ত্যাগ করে চলে যান। পরবর্তী সময়ে ভোট কার্যক্রম শুরু হলেও ভোটার উপস্থিতি কমতে থাকে। বেলা দেড়টার দিকে মহল্লার মাইকে পুনরায় ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। 

প্রিসাইডিং অফিসার মো. শামীম মিয়া বলেন, ‘ভোট কেন্দ্রে ঝামেলা ঘটলে ভোটগ্রহণ একঘণ্টা স্থগিত থাকে। তাৎক্ষণিকভাবে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করলে তারা এসে পরিবেশ শান্ত করেন। আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন আছে। আশা করি বাকি সময়টুকু ভোটাররা সুস্থ-সুন্দর ভাবে ভোট দিতে পারবেন।’

/এমএএ/
সম্পর্কিত
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে আটকমাদকের মূলহোতাকে বাঁচাতে ‘টাকার বিনিময়ে’ বসলো ভ্রাম্যমাণ আদালত
জাপার সাবেক এমপি কাদের খানের ৪ বছরের কারাদণ্ড
ভুয়া কাগজপত্র দিয়ে ৭ কোটি টাকা আত্মসাৎ করলেন ইসলামী ব্যাংক কর্মকর্তা
সর্বশেষ খবর
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস আর নেই
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ