X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ডোবা থেকে লাশ উদ্ধার: মামলায় আসামি করা হয়নি সেই এসআইকে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৬ মে ২০২২, ১১:১৭আপডেট : ০৬ মে ২০২২, ১১:১৭

নারায়ণগঞ্জের বন্দরের বাগবাড়ি এলাকার ডোবা থেকে নিলয় আহমেদ বাবু নামে এক তরুণের লাশ উদ্ধারের ঘটনায় সিটি করপোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশাসহ ১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) নিহতের মা লিলি বেগম বাদী হয়ে মামলাটি করেন।

তবে মামলার এজাহারে অভিযুক্ত ও প্রত্যাহার হওয়া বন্দর পুলিশ ফাঁড়ির এসআই রওশন ফেরদৌসকে আসামি করা হয়নি। নিহতের স্বজনরা বলছেন, যাচাই-বাছাই করে জানা গেছে ,ঘটনার দিন ওই পুলিশ কর্মকর্তা ছিলেন না।

আসামিরা হলেন- নবীগঞ্জ লতিফ হাজীর মোড়ের অ্যাডভোকেট আবুল কালামের ছেলে ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাউসার আশা (৩৮), আমিনুল (৫৫), মনির মিয়ার স্ত্রী হাসিনা বেগম (৪৫), নাসিম উদ্দিন মিয়ার ছেলে শিপলু (৩২), মোজাম্মেল মিয়ার ছেলে আফজাল (২২), আব্দুল মালেক মিয়ার ছেলে জিপু (২৬), মৃত মোবারক আলীর ছেলে শহিদুল ইসলাম শইক্কা (৫০), মৃত নূর ইসলাম কুট্টির ছেলে সিরাজুল (৪৫), হাসান (২৬) ও সিরাজ মিয়ার ছেলে সোবহান (৩৫)। তারা সবাই নবীগঞ্জ বাগবাড়ি এলাকায় বসবাস করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিলয় আহমেদ বাবুর বিরুদ্ধে হাসিনা বেগম একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ তদন্তের জন্য বন্দর পুলিশ এসআই রওশন ফেরদৌস ঘটনাস্থলে যান। তদন্তের পর স্থানীয় কাউন্সিলর আবুল কাউসার আশা বিষয়টি মীমাংসার দায়িত্ব নেন। এরপর তিনি বাবুকে তার অফিসে আসার জন্য ডাকেন। কিন্তু বাবু কাউন্সিলরের অফিসে যাননি। এ কারণে আমিনুল, হাসিনা বেগম ও শিপলুর মাধ্যমে তাকে ধরে কাউন্সিলরের অফিসে আনার নির্দেশ দেওয়া হয়। কাউন্সিলরের নির্দেশে বাকি আসামিরা ৩০ এপ্রিল রাত আনুমানিক সাড়ে ১০টায় নবীগঞ্জ সাকিন বাগবাড়ি টিনের মসজিদ সংলগ্ন ভুক্তভোগীর বসতবাড়িতে যান। এ সময় নিহত বাবু তাদের দেখে পালানোর চেষ্টা করলে বাসার পেছনের ডোবায় পড়ে যান। তখন সবাই মিলে তাকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছোড়ে। এতে সে মাথায় আঘাত পেয়ে সেখানে পড়ে থাকেন। এ সময় আসামিরা প্রচারণা চালান, বাবু ডোবা থেকে উঠে চলে গেছে। পরে গত ৪ মে সকাল আনুমানিক ৯টায় ডোবা পরিষ্কারের জন্য লোকজন নেমে বাবুর লাশ দেখতে পান।

ঘটনার দিন পুলিশ কর্মকর্তারা লাশ উদ্ধার করতে গেলে নিহতের স্বজনসহ এলাকাবাসীর তোপের মুখে পড়েন। ‘এসআই রওশন ফেরদৌসের ফাঁসি চাই’ বলে স্লোগান দেন তারা। এ সময় বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা তদন্ত করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে শান্ত হন।

ওই সময় নিহতের ভাই ইমন, মা লিলি বেগম, বোনসহ প্রায় সব স্বজন এই ঘটনার জন্য ওই পুলিশ কর্মকর্তাকে দায়ী করে বলেন, ‘ঘটনার রাতে এসআই ফেরদৌস বাবুকে ধাওয়া দিয়ে ডোবায় ফেলে দেয়। এ সময় তাকে ইট-পাটকেল ছুড়ে মারে। পরে আবার বাড়িতে গিয়েও শাসিয়ে আসে।’ এ কারণে তার বিচারের দাবি করেন।

তবে মামলার এজাহারে ওই পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়নি। এ বিষয়ে নিহতের মামী পপি বেগম বলেন, ‘নিহতের মা লিলি বেগম এখন কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাই তার মোবাইল ফোন আমাকে দিয়েছে, কথা বলার জন্য।’

ওই এসআইকে আসামি না করার বিষয়ে তিনি বলেন, ‘অভিযুক্ত ওই পুলিশ কর্মকর্তা বাবুর খোঁজে আমাদের বাড়িতে বারবার এসেছিল। এ কারণে আমরা ধারণা করেছি, বাবুর মৃত্যুর জন্য তিনি দায়ী। কিন্তু পরে আমরা যাচাই-বাছাই করে দেখেছি, ঘটনার দিন ওই পুলিশ কর্মকর্তা ছিলেন না। মামলার অন্য আসামিরা এসেছিল।’

বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় মামলা হয়েছে। নারীসহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ঘটনার দিন তাৎক্ষণিক অভিযুক্ত এসআইকে প্রত্যাহার করা হয়। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

/এফআর/
সম্পর্কিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুমিল্লা শিক্ষা প্রকৌশল কার্যালয়ে ঠিকাদারকে মারধর২৫ দিনেও গ্রেফতার হয়নি কেউ, পুলিশ বলছে সিসিটিভির ফুটেজ পায়নি
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
সর্বশেষ খবর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
দেশের জন্য কাজ করতে আ.লীগ নেতাকর্মীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
নির্মোহ মূল্যায়নের খোঁজে জাসদ
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী