X
সোমবার, ২০ মার্চ ২০২৩
৬ চৈত্র ১৪২৯

মা হলেন গৃহপরিচারিকা, চেয়ারম্যানকে সন্তানের বাবা দাবি

গাজীপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২২, ১৮:০০আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৯:১৫

গাজীপুরের কাপাসিয়ায় ধর্ষণের শিকার এক কিশোরী (১৬) মা হয়েছেন। এ ঘটনায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনকে ‘সন্তানের বাবা’ দাবি করেছেন ওই কিশোরী। বিষয়টি জানাজানি হলে সোমবার (২৯ আগস্ট) রাত থেকে নবজাতকসহ ওই কিশোরী নিখোঁজ রয়েছেন। একই দিন থেকে কিশোরীর বাবাও নিখোঁজ রয়েছেন।

চেয়ারম্যান সাখাওয়াত হোসেন কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি। ওই কিশোরী একই উপজেলার কড়িহাতার এক ব্যক্তির পালিত সন্তান। দীর্ঘদিন ধরে চেয়ারম্যানের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করছেন কিশোরী।

কিশোরীর ভাষ্য, ‘গত সাত বছর ধরে চেয়ারম্যানের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। বছর খানেক আগে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। এতে অন্তঃসত্ত্বা হন। অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জেনে গত জুন মাসের শেষের দিকে চেয়ারম্যানের গৃহপরিচারকের সঙ্গে কিশোরীকে বিয়ে দেন চেয়ারম্যান। বিয়ের কিছুদিন পর গৃহপরিচারক বাড়ি ছেড়ে পালিয়ে যান। গত ১ আগস্ট কাপাসিয়ার এক ব্যক্তির বাড়িতে ঘর ভাড়া নিয়ে কিশোরীকে রাখেন চেয়ারম্যান। ১৫ আগস্ট রাতে প্রসবব্যথা শুরু হলে তাকে কাপাসিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। ১৬ আগস্ট কন্যাসন্তানের মা হন। পরে নবজাতকসহ ভাড়া বাসায় ফিরে আসেন।’

ভাড়া বাসার মালিকের স্ত্রী বলেন, ‘চলতি মাসে বাসা ভাড়া নিয়ে অন্তঃসত্ত্বা কিশোরীকে রেখে যান চেয়ারম্যান। এরপর থেকে প্রায় প্রতিদিন চেয়ারম্যানের স্ত্রী ও শ্যালক কিশোরীকে দেখতে আসতেন। অন্তঃসত্ত্বার ঘটনায় যাতে চেয়ারম্যানের কথা কাউকে না বলেন, সেজন্য কিশোরীকে শাসিয়ে যেতেন তারা। নবজাতকসহ ওই কিশোরী বাসায় আসার পর, চেয়ারম্যানের স্ত্রী-শ্যালক বলে গেছেন, গৃহপরিচারককে যেন সন্তানের বাবা হিসেবে পরিচয় দেয়। বিষয়টি এমন জানলে বাসা ভাড়া দিতাম না।’   

তিনি বলেন, ‘বিষয়টি জানাজানি হলে সোমবার রাতে সন্তানসহ বাড়ি থেকে নিখোঁজ হন কিশোরী। এখন পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। তবে আমি প্রতিবেশীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি, চেয়ারম্যানের লোকজন কিশোরী ও তার সন্তানকে নিয়ে গেছেন।’

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, সোমবার বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ওই কিশোরীর সাক্ষাৎকার নেন। ওই দিন রাতেই চেয়ারম্যানের স্ত্রী ও শ্যালক মামুন মিয়া এসে নবজাতকসহ কিশোরীকে বাসা থেকে নিয়ে যান। এরপর থেকে নবজাতক ও কিশোরী নিখোঁজ রয়েছেন। পাশাপাশি কিশোরীর বাবাও নিখোঁজ রয়েছেন।

এদিকে, মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কাপাসিয়া বাসস্ট্যান্ড মসজিদের বারান্দায় কিশোরীর ঘরের জিনিসপত্র পাওয়া গেছে। 

এ ব্যাপারে মসজিদের মুয়াজ্জিন হাফেজ নাজমুল ইসলাম বলেন, ‘সোমবার রাতে কে বা কারা এসব জিনিসপত্র রেখে গেছে, তা আমরা জানি না। ভুক্তভোগী কিশোরীর বাবা এই মসজিদের জন্য দানের টাকা তুলতেন। গত কয়েকদিন ধরে দানের টাকা তুলতে আসেননি তিনি।’

স্থানীয় দায়িত্বশীল একাধিক ব্যক্তি জানিয়েছেন, যারা বাসা থেকে কিশোরী ও তার নবজাতককে তুলে নিয়ে গেছেন তারাই এসব জিনিসপত্র মসজিদের বারান্দায় রেখে গেছেন। যেন সবাই ধরে নেয় এসব জিনিসপত্র কিশোরীর বাবা এনেছেন। হয়তো তাদের জানা ছিল না, কিশোরীর বাবা গত কয়েকদিন ধরে দানের টাকা তুলতে আসেন না।  

এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’ 

ধর্ষণের ঘটনায় আপনাকে অভিযুক্ত করে স্থানীয় সাংবাদিকদের কাছে ওই কিশোরী অভিযোগ করেছেন জানালে সাখাওয়াত হোসেন বলেন, ‘স্থানীয় সাংবাদিকদের কাছে এক সাক্ষাৎকারে ওই কিশোরী আমাকে অভিযুক্ত করলেও পরে আরেকটি ভিডিওতে বিষয়টি অস্বীকার করেছে। আমি ওই নবজাতকের বাবা নই। ডিএনএ টেস্ট করার দাবি জানাচ্ছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনায় ২৯ আগস্ট রাতে কাপাসিয়া থানায় জিডি করেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে গাজীপুর মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচালক শাহানাজ আক্তার বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখবো। থানায় কোনও মামলা হয়েছে কিনা, যদি না হয় তাহলে ওই কিশোরীকে সব ধরনের সহযোগিতা করা হবে।’

কাপাসিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ বলেন, ‌‘উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেনকে নিয়ে যে ঘটনা শোনা যাচ্ছে, তা সাজানো ও বানোয়াট। এ বিষয়ে থানায় জিডি করেছেন তিনি। এরপরও আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে দলের দায়িত্বশীলরা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত সকর্মকর্তা (ওসি) এফ এম নাসিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে কিশোরী কিংবা তার পরিবারের কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় চেয়ারম্যান একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ওই অভিযোগের তালিকায় স্থানীয় কয়েকজন গণমাধ্যমকর্মীর নামও রয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’

/এএম/
সর্বশেষ খবর
দুঃখ-কষ্টের দিন শেষ নাসিমার
দুঃখ-কষ্টের দিন শেষ নাসিমার
শি জিনপিংয়ের মস্কো সফরে ‘উদ্বিগ্ন নজর’ ইউক্রেনের
শি জিনপিংয়ের মস্কো সফরে ‘উদ্বিগ্ন নজর’ ইউক্রেনের
ছাত্রলীগ নেতা ইভান হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
ছাত্রলীগ নেতা ইভান হত্যা মামলায় আরও এক আসামি গ্রেফতার
বিএনপিকে নির্বাচনি ভীতিতে পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী
বিএনপিকে নির্বাচনি ভীতিতে পেয়ে বসেছে: তথ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...
শিক্ষা ক্ষেত্রে সাবিলার বড় অর্জন, নেটিজেনের খোঁচা, অতঃপর...
পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা
পুতিনের গ্রেফতারি পরোয়ানায় বিপাকে দক্ষিণ আফ্রিকা
ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী
ব্যাংক থেকে ১০ লাখ টাকা তুলে নামতেই নিয়ে গেলো ছিনতাইকারী
রেমিট্যান্সের পালে হাওয়া
রেমিট্যান্সের পালে হাওয়া
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!
দেশ ছাড়লেন শাকিবের সেই প্রযোজক!