X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গৃহপরিচারিকা মা হওয়ার ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৭

গাজীপুরে ধর্ষণের শিকার কিশোরীর (১৬) মা হওয়ার ঘটনায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।

মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সাখাওয়াত হোসেন কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি। ওই কিশোরী একই উপজেলার কড়িহাতার এক ব্যক্তির পালিত সন্তান। সাত বছর ধরে চেয়ারম্যানের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেছেন কিশোরী।

মামলার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের আইনজীবী নিলুফা আক্তার বলেন, ‘ধর্ষণের ঘটনায় গত ২৭ আগস্ট কাপাসিয়া থানায় মামলা করতে যান কিশোরীর বাবা। কিন্তু মামলা না নেওয়ায় বুধবার বিকালে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।’

আরও পড়ুন: মা হলেন গৃহপরিচারিকা, চেয়ারম্যানকে সন্তানের বাবা দাবি

তিনি বলেন, ‘বিষয়টি জানাজানি হলে সোমবার বিকালে নবজাতকসহ ওই কিশোরীকে বাসা থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত চেয়ারম্যান ও তার লোকজন। একইদিন কিশোরীর মা-বাবাকেও তুলে নিয়ে আটকে রাখেন। সেখান থেকে বাবা পালিয়ে এসে আদালতে মামলা করেছেন। তবে এখনও তাদের কাছে রয়েছেন নবজাতকসহ ওই কিশোরী ও তার মা।’

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি ওই নবজাতকের বাবা নই। ডিএনএ টেস্ট করার দাবি জানাচ্ছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনায় ২৯ আগস্ট রাতে কাপাসিয়া থানায় জিডি করেছি।’

/এএম/
সম্পর্কিত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
গোবর ফেলা নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ, বড় ভাই নিহত
সর্বশেষ খবর
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
এবার ‘হুব্বা’ নামে হলো গানচিত্র
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা