X
সোমবার, ২৭ মার্চ ২০২৩
১৩ চৈত্র ১৪২৯

গৃহপরিচারিকা মা হওয়ার ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

গাজীপুর প্রতিনিধি
০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৭আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২২, ২১:৩৭

গাজীপুরে ধর্ষণের শিকার কিশোরীর (১৬) মা হওয়ার ঘটনায় কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (৩১ আগস্ট) বিকালে কিশোরীর বাবা বাদী হয়ে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেছেন।

মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সাখাওয়াত হোসেন কাপাসিয়া উপজেলা যুবলীগের সভাপতি। ওই কিশোরী একই উপজেলার কড়িহাতার এক ব্যক্তির পালিত সন্তান। সাত বছর ধরে চেয়ারম্যানের বাড়িতে গৃহপরিচারিকা হিসেবে কাজ করেছেন কিশোরী।

মামলার বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালের আইনজীবী নিলুফা আক্তার বলেন, ‘ধর্ষণের ঘটনায় গত ২৭ আগস্ট কাপাসিয়া থানায় মামলা করতে যান কিশোরীর বাবা। কিন্তু মামলা না নেওয়ায় বুধবার বিকালে গাজীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।’

আরও পড়ুন: মা হলেন গৃহপরিচারিকা, চেয়ারম্যানকে সন্তানের বাবা দাবি

তিনি বলেন, ‘বিষয়টি জানাজানি হলে সোমবার বিকালে নবজাতকসহ ওই কিশোরীকে বাসা থেকে তুলে নিয়ে যান অভিযুক্ত চেয়ারম্যান ও তার লোকজন। একইদিন কিশোরীর মা-বাবাকেও তুলে নিয়ে আটকে রাখেন। সেখান থেকে বাবা পালিয়ে এসে আদালতে মামলা করেছেন। তবে এখনও তাদের কাছে রয়েছেন নবজাতকসহ ওই কিশোরী ও তার মা।’

মামলা না নেওয়ার বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফ এম নাসিম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে ওই কিশোরীর বাবা থানায় অভিযোগ নিয়ে আসেননি। অভিযোগ পেলে অবশ্যই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এসব বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, ‘এটি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের এক নারী সদস্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমি ওই নবজাতকের বাবা নই। ডিএনএ টেস্ট করার দাবি জানাচ্ছি। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের ঘটনায় ২৯ আগস্ট রাতে কাপাসিয়া থানায় জিডি করেছি।’

/এএম/
সম্পর্কিত
শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
‘প্রেমিকা’কে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
আওয়ামী লীগ নেতা টিপু হত্যাএকবছরেও শেষ হয়নি মামলার তদন্ত
সর্বশেষ খবর
টস হেরেছে বাংলাদেশ
টস হেরেছে বাংলাদেশ
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
মঞ্চের অভাবে ধুঁকছে নারায়ণগঞ্জের থিয়েটার শিল্প
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
হুইপকে নিয়ে ফেসবুকে পোস্ট: বরখাস্ত পুলিশ কর্মকর্তার ৫ লাখ টাকা জরিমানা
সর্বাধিক পঠিত
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
স্যার না ডেকে ভাই বলায় শিক্ষকের ওপর খেপলেন সরকারি কর্মকর্তা
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
সোমবার থেকে সরকারি অফিস ও ব্যাংক চলবে নতুন সময়সূচিতে
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
ইফতার-সেহরি বিক্রিতে ব্যস্ত ওমর সানী ও মাহিয়া মাহি
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চলন্ত মোটরসাইকেলে ফণা তুলে বসলো বিষধর সাপ
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী
চেকিংয়ের আগেই আনসার সদস্যকে লাথি মেরে লাগেজ নিয়ে পালিয়েছেন যাত্রী