X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

এক মাসেও চালু হয়নি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট

রাজবাড়ী প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ১৫:৩৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৫:৩৮

পদ্মার ভাঙনে বন্ধের এক মাস পরও রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট চালু হয়নি। গত ৬ সেপ্টেম্বর দুপুর থেকে ফেরিঘাট এলাকার নদী পাড়ের প্রায় ১০০ মিটার জায়গা নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনের কারণে বন্ধ রাখা হয় ৫ নম্বর ফেরিঘাট। এর ফলে ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা হোটেল, মুদিদোকান ও ওষুধের দোকানের ব্যবসায়ীসহ কর্মহীন হয়ে পড়েছেন শতাধিক মানুষ।

সোমবার (১০ অক্টোবর) সরেজমিন দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ভাঙনকবলিত ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন সরিয়ে পাশে রাখা হয়েছে। ভাঙনের কারণে ৫ নম্বর ফেরি ঘাটের অন্তত ১০টি দোকান ও হোটেল অনত্র সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

৫ নম্বর ফেরিঘাট এলাকার খাবার হোটেল ব্যাবসায়ী সোবহান শেখ বলেন, ‘আমি এই ঘাটে ছয় বছর হোটেল ব্যবসা করে আসছি। গত ৬ সেপ্টেম্বর দুপুরের দিকে হঠাৎ পদ্মায় ভাঙন শুরু হয়। এই ভাঙনের কারণে আমার হোটেল সরিয়ে নিই। এছাড়া ৯-১০টি দোকান নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়। একমাস পার হলেও এই ঘাটটি চালু করা নিয়ে কোনও পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ।’

মৎস্য ব্যাবসায়ী আলমগীর মোল্লা বলেন, ‘৬ সেপ্টেম্বর দুপুরের পরপরই যখন ৫ নম্বর ঘাট ভাঙতে শুরু করে, আমরা অনেক ভয় পেয়েছিলাম। আমার আড়তঘর থেকে বের হয়ে দেখি পন্টুনের নিচ থেকে মাটি সরে পন্টুন দেবে যাওয়ার উপক্রম হয়েছে। সেই সঙ্গে নদীর পারের মাটিতে ফাটল দেখা দিয়েছে।’

এক মাসেও চালু হয়নি দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২১ জেলার প্রবেশপথ অন্যতম এই ঘাট ভাঙনের কবলে পড়ে এক মাসের বেশি সময় ধরে বন্ধ। শুধু শুনে আসছি দ্রুত নদী শাসনের কাজ শুরু হবে। কিন্তু এখন পর্যন্ত কাজের কোনও অগ্রগতি দেখছি না। ঘাট বন্ধ থাকায় আমার মতো অনেকেই বেকার হয়ে পড়েছেন। ঘাটটি দ্রুত চালু করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেই সঙ্গে দ্রুত নদী শাসনের দাবি জানাই।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ঘাটটি চালুর জন্য মেরিন বিভাগ থেকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। বিআইডব্লিউটিসি’র প্রকৌশলীরা এ নিয়ে কাজ করছেন। তারা ঘাট চালু করে দিলেই এখানে ফেরি ভেড়ানো যাবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, পদ্মার ভাঙন একটি প্রাকৃতিক বিষয়। এখানে কারও হাত নেই। পানি কিছুটা কমেছে। পানি আরও কিছুটা কমলেই ৫ নম্বর ফেরিঘাট চালু হবে। যত দ্রুত সম্ভব ব্যস্ততম এই ঘাটটি চালু করতে চেষ্টা চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলবে ১৫ ফেরি, ২০ লঞ্চ
ফেরি থেকে নামতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়লো কাভার্ডভ্যান
ড্রেজিংয়ের জন্য আনা ক্রেন ডুবে গেলো নদীতে
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া