X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

স্বামী-সন্তানের পর মারা গেলেন দগ্ধ সোনিয়াও

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ নভেম্বর ২০২২, ২২:৪৩আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ২২:৪৩

মানিকগঞ্জে ফ্ল্যাট বাসায় গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে স্বামী ও সন্তানের পর স্ত্রী সোনিয়া আক্তারও মারা গেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৪ অক্টোবর (মঙ্গলবার) বিস্ফোরণটি ঘটে। ২৬ অক্টোবর মারা যান রাশেদুল ইসলাম (৪৫)। ৩১ অক্টোবর তিন বছরের ছেলে রিফাত মারা যায়। আর মারা যান সোনিয়া। তিন জনই ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এতে আগুনে দগ্ধ পরিবারটির আর কেউই বেঁচে রইলেন না।

এখন শুধু মারা যাওয়া মাংস ব্যবসায়ী রাশেদুলের দোকান কর্মচারী ফারুক হোসেন (২৬) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা ভালো বলে জানা গেছে। রাশেদুলের বড় ভাই মো. রসুলদী বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে পৌরসভাধীন নারাঙ্গাই এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মাংসের ব্যবসা (কসাই) করেন রাশেদুল ইসলাম। এলাকার একটি ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে থাকতেন। সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবের রাতে ফ্ল্যাটের দরজা ও জানালা বন্ধ করে একটি কক্ষে রাশেদুল ও দোকানের কর্মচারী ফারুক হোসেন এবং অপর কক্ষে রাশেদুলের স্ত্রী সোনিয়া আক্তার ও তিন বছরের সন্তান রিফাত ঘুমিয়ে পড়েন। শেষ রাতে রাশেদুল ঘুম থেকে ওঠে দোকানে ফারুককে ডেকে তোলেন। রাশেদুল সিগারেটে আগুন ধরানোর জন্য দিয়াশলাইয়ের কাঠি জ্বালানোর পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

এ সময় ফ্ল্যাটের একটি কক্ষের দেয়াল ধসে পড়ে এবং দরজা-জানালা ছিটকে আশপাশে যায়। এতে তারা চারজন দগ্ধ হন। তাদের জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে গুরুতর দগ্ধ রাশেদুল এবং তার স্ত্রী ও শিশু সন্তানকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি নেওয়া হয়। দগ্ধ অবস্থায় ফারুকে মানিকগঞ্জ  জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাশেদুলের বড় ভাই মো. রসুলদী জানান, গুরুতর অগ্নিদগ্ধ হওয়ায় তার ছোট ভাই, ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৬ অক্টোবর তার ভাই রাশেদুল, ৩১ অক্টোবর ভাতিজা রিফাত ও ৩ নভেম্বর সোনিয়া আক্তার মারা যান।

মানিকগঞ্জ সদর থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, অগ্নিদগ্ধ চার জনের মধ্যে স্বামী-স্ত্রী ও সন্তান একে একে চিকিসাধীন অবস্থায় মারা গেছেন।

/এফআর/
সম্পর্কিত
রাহিব রেজার মৃত্যু: ডা. সপ্নীলসহ আরও ২ চিকিৎসকের সনদ স্থগিতের বিজ্ঞপ্তি 
বরগুনায় একদিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ৯৩ জন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, জুনেই ৫ হাজার ছড়ালো রোগী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক