X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

এসএসসিতে পাস না করায় প্রাণ দিলো ছাত্রী

গাজীপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২২, ২৩:০৮আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ২৩:০৮

নরসিংদীর রায়পুরায় এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর গ্রামের সোহরাব মিয়ার মেয়ে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে।

নিহতের চাচাতো ভাই জুয়েল মিয়া জানান, সাদিয়া আক্তার জয়নগর এলাকার আলহাজ বজলুল হক জে এম উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। সে মানবিক বিভাগ থেকে এএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। সোমবার ফল প্রকাশের দিন সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে গিয়ে জানতে পারে, গণিত ও ইংরেজি দ্বিতীয় পত্রে সে অকৃতকার্য হয়। পরে বাড়িতে এসে কান্নাকাটি করলে স্বজন ও প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দেন। সোমাবার রাতে মন খারাপের বিষয়টি মোবাইল ফোনে সে তার বড় বোনকে বলে।

তিনি আরও জানান, মন খারাপের খবর শুনে তার বড় বোন আজ দুপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি এসে সাদিয়ার ঘরের দরজা বন্ধ দেখতে পান। এ সময় তাকে ডাকাডাকি করলে ঘরের দরজা না খুললে এবং সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

নিহতের বান্ধবী লিজা আক্তার বলেন, ফলাফল খারাপ হওয়ায় অনেক রাত পর্যন্ত সে কান্না করেছে। আমিসহ বাড়ির সবাই তাকে পুনরায় যাচাইয়ের জন্য শিক্ষা বোর্ডে আবেদন করার কথা বলে সান্ত্বনা দেই। আজ বিকালে অনলাইনে যাচাইয়ের জন্য আবেদনের কথা ছিল। এ আগেই দুপুরে আত্মহত্যা করে।

রায়পুরা থানার এসআই নাসির উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
টেবিলে রাখা ‘সুইসাইড নোট’, ফ্ল্যাট থেকে দম্পতির মরদেহ উদ্ধার
বাবার সঙ্গে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!