X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

নরসিংদীতে দুই ব্যক্তির গলাকাটা ও তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২২, ১৮:০৪আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ১৮:০৪

নরসিংদীর রায়পুরায় অজ্ঞাত দুই ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের কলাবাগান থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, ‌‌‘দুপুরে শেরপুর গ্রামের একটি কলাবাগানে দুই ব্যক্তির গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে বিকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একজনের বয়স আনুমানিক ৪২ এবং অপরজনের ৩২ বছর। তাদের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করছি, রবিবার রাতের কোনও একসময় তাদের কুপিয়ে হত্যা করে কলাবাগানে লাশ রেখে গেছে দুর্বৃত্তরা। ৪২ বছর বয়সী ব্যক্তির মুখে দাড়ি, গায়ে বেগুনি রঙের শার্ট এবং পরনে এশ কালারের প্যান্ট রয়েছে। ৩২ বছর বয়সী ব্যক্তির উচ্চতা ছয় ফুট, গায়ে সাদা প্রিন্টের শার্ট এবং পরনে লুঙ্গি আছে। তাদের পরিচয় শনাক্তের পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চালাচ্ছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

এর আগে রবিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নরসিংদী পৌর শহরের একটি বাসা থেকে সুরভী আক্তার (২৮) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার মৃত সোহেল মিয়ার মেয়ে। শহরের ব্যাংক কলোনি এলাকার বাহাদুর মিয়ার বাসা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘শনিবার বিকালে প্রতিবেশী চাচা বাহাদুর মিয়ার বাসায় বেড়াতে যান ওই তরুণী। রবিবার ভোরে বাহাদুর মিয়া পুলিশকে ফোন করে জানান ওই তরুণী আত্মহত্যা করেছেন। ঘটনার পর থেকে বাহাদুর মিয়া পলাতক রয়েছেন। শনিবার রাতের কোনও একসময় এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।’

/এএম/
সম্পর্কিত
বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মাগুরায় শিশু ধর্ষণ-হত্যা: খালাস চেয়ে হাইকোর্টে হিটু শেখের আপিল
সাবেক স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর প্রাণ দিলেন স্বামীও
সর্বশেষ খবর
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
জুলাই গণঅভ্যুত্থান ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইলফলক: পার্বত্য উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
ইলিশের দাম অস্বাভাবিক বাড়ানো যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সাময়িক বরখাস্ত
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
জুভেন্টাসের বিপক্ষে এমবাপ্পেকে পাচ্ছে রিয়াল মাদ্রিদ?
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক