X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গাছে ঝুলছিল কৃষকের লাশ

মাদারীপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২২, ১৪:০৮আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১৪:০৮

মাদারীপুরের ডাসার উপজেলায় বাবুল মল্লিক (৪৫) নামে এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের আলীসাকান্দি গ্রামের একটি আম গাছ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

বাবুল মল্লিক চিত্তর মোড় এলাকার মৃত রসরাজ মল্লিকের ছেলে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, আলীসাকান্দি গ্রামের হাকাই সিকদারের ছেলে লিটন সিকদারের কাছ থেকে দুই বছর আগে সুদে পাঁচ হাজার টাকা নেন বাবুল মল্লিক। লিটন সিকদার এক মাস আগে বাবুল মল্লিকের কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিতে পারায় লিটন সিকদার জোরপূর্বক তার এক একর বিশ শতাংশ জমি দখল করেন। এই চাপ সইতে না পারায় বাবুল মল্লিক বাড়ির পাশে আম গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ডাসার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বাবুল মল্লিকের স্ত্রী বুলবুলী মল্লিক, বোন সন্দা মল্লিক ও ছেলে তুর্য মল্লিক অভিযোগ করে বলেন, ‘লিটন সিকদারের কাছ থেকে দুই বছর আগে পাঁচ হাজার টাকা সুদে আনেন। ওই সময় সাদা স্ট্যাম্পে সই রাখেন এবং পরবর্তীতে পাঁচ হাজার টাকার আনেন। পাঁচ লাখ টাকা লিখে আমাদের কাছে টাকা চেয়ে চাপ সৃষ্টি করেন। ওই টাকা না দেওয়ায় আমাদের এক একর বিশ শতাংশ জমি গত ৭ ডিসেম্বর জোর করে দখল করেন।’

এলাকার মিহির হালদার বলেন, ‘বাবুল ভালো লোক। তার সঙ্গে এলাকায় কারও কোনও ঝামেলা নেই। শুনেছি লিটনের কাছ থেকে পাঁচ হাজার টাকা সুদে নিয়েছিলেন। সেখানে পাঁচ লাখ টাকা দাবি করেন লিটন। এরপর বাবুলের ধানের জমি জোর করে দখল নেন। আমাদের ধারনা, সেই চাপ সইতে না পারায় বাবুল আত্মহত্যা করেছেন। আমাদের এলাকায় সুদ ব্যবসায়ী বেড়েছে। সুদের টাকার জন্য অনেক পরিবার সর্বস্ব হারিয়েছে। অনেকে আজ এই এলাকা ছেড়ে অন্য এলাকায় লুকিয়ে স্ত্রী-ছেলে সন্তান নিয়ে বসবাস করে।’

এ বিষয়ে অভিযুক্ত লিটন বলেন, ‘আমি বাবুলের কাছে কোনও টাকা সুদে লাগাইনি। তবে তার কিছু জমি চাষাবাদের জন্য আমার কাছে টাকার বিনিময় বন্দক রাখে। এখন তার পরিবার অপপ্রচার চালাচ্ছে যে, সুদের টাকার জন্য আমি জমি দখল করছি।’

নবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন, ‘সকালে বিষয়টি জানতে পেরেছি। তবে কী কারণে তিনি মারা গেছেন এখনও জানতে পারিনি। তার পরিবারের কোনও অভিযোগ থাকলে প্রশাসনের সাহায্য নিতে বলেছি।’

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানে হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
হাজারীবাগে যুবকের মরদেহ উদ্ধার
ধানক্ষেত থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেলচালকের গলাকাটা মরদেহ উদ্ধার
খাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তার লাশ উদ্ধার
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
মৌলভীবাজার সীমান্তে দুই দিনে আটক ৫৯ জনকে পুলিশে হস্তান্তর
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
লেভারকুসেনকে বিদায় বললেন জাবি, যাচ্ছেন রিয়ালে!
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার
আবদুল হামিদের দেশত্যাগ: কিশোরগঞ্জের এসপি প্রত্যাহার