X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

আ.লীগের কর্মী সম্মেলনে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৩, ২২:৩৬আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ২২:৩৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী সম্মেলন দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) বিকালে উপজেলার এলাহী নগর ঈদগাহ মাঠে এই ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে। 

আহতরা হলেন- জান্নাত ব্যাপারী, সোহেল, আরিফ, আরমান, শরীফ, আল আমিন, রাজিম, নাজমুল, শামীম, আনিছুর রহমান শামীম, নজরুল ইসলাম, বাবু মোল্লা, জাহাঙ্গীর, মিন্টু, সুজন, মোয়াজ্জেম, শহীদ, বাবলুসহ মোট ৩০ জন। এদের অনেকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন। 

আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকালে কর্মী সম্মেলনের আয়োজন করে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগ। সম্মেলনে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা স্বাগত বক্তব্য দেন। বক্তব্যে তিনি বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী নাসির উদ্দিনকে মনোনয়ন দেওয়া নিয়ে আপত্তি তোলেন। এমনকি তাকে নৌকার প্রার্থী করাকে আওয়ামী লীগের ভুল সিদ্ধান্ত ছিল উল্লেখ করেন।

এ কারণে গত নির্বাচনে এই ইউনিয়নে নৌকার ভরাডুবি হয়েছে বলে বক্তব্য দেন। এ সময় শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নাসির উদ্দিনের সমর্থকরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তাদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি শুরু হয়। পরে আবু বকর সিদ্দিক মোল্লার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে নাসির উদ্দিনের সমর্থকদের ওপর হামলা করেন। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী নাসিরউদ্দিন বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা আমাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেয়। এ সময় নেতাকর্মীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ সময় উভয়পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। চেয়ার ছুড়ে মেরেছে একে অপরকে। এতে অনেক নেতাকর্মী আহত হয়েছে।

শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মোল্লা বলেন, এ ইউনিয়নে নৌকার পরাজয়ের কারণ তুলে ধরার সঙ্গে সঙ্গে নাসির উদ্দিনের নেতাকর্মীরা চেয়ার ছুড়ে মেরেছে। এ নিয়েই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আমার সমর্থকদের অনেকে আহত হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সামসুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার হাসনাত, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

সংঘর্ষের বিষয়ে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, মঞ্চে আবু বকর সিদ্দিক মোল্লা নৌকার প্রার্থীর বিপক্ষে বক্তব্য দিয়েছেন। এতে নাসির উদ্দিনের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়েন। এ নিয়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৭-৮ জন আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেওয়া হয়েছেন। এ ছাড়া আরও অনেকে আহত হয়েছেন। এই ঘটনায়  আবু বকর সিদ্দিক মোল্লাকে শোকজ করা হবে। এ ছাড়া আরও যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় কর্মী সম্মেলন স্থগিত করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন কি না- এমন প্রশ্নে তিনি বলেন, এটা দলীয় বিষয়। তাই আমরা দলীয়ভাবে এর সুরাহা করবো। 

সোনারগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, সন্ধ্যায় আমাদের পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনও পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
মোংলা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
‘চাঁদাবাজির টাকা’ ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগ-যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষ
ব্রহ্মপুত্রের বালু বিক্রি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারী নিহত
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়