X
শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
৯ চৈত্র ১৪২৯

উপসচিব জিনাত জাহান মারা গেছেন

রাজবাড়ী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:১৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪৩

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব জিনাত জাহান (৪০) মারা গেছেন। শনিবার (৪ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে স্বামী, দুই ছেলেসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। দীর্ঘদিন লিভারজনিত সমস্যায় ভুগছিলেন।

জিনাত জাহান নৌ-পুলিশের এসপি ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সন্তান আহাদুজ্জামান মিয়ার স্ত্রী। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আহাদুজ্জামান মিয়া।

রবিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে বেপারিপাড়া গ্রামে শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন রাজবাড়ীর জেলা প্রশাসক মো. আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সালাহ উদ্দিন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ঘাট নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. সিরাজুল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবিদ ও স্থানীয়রা।

২৭তম বিসিএস ক্যাডার জিনাত জাহানের মৃত্যুতে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা পুলিশ সুপারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। পরে তার কবরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।

এর আগে শনিবার রাত ১১টায় ঢাকার স্কাটন রোডের বিআইএএম ফাউন্ডেশন চত্বরে জিনাত জাহানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

/এএম/
সর্বশেষ খবর
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
৬৫ বছরের পুরনো স্কুলের নাম পরিবর্তন
পুণ্যভূমি সিলেটে অনেক প্রাপ্তির সিরিজ জয়
পুণ্যভূমি সিলেটে অনেক প্রাপ্তির সিরিজ জয়
গৃহহীনের আশার আলো - জননেত্রী শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়
গৃহহীনের আশার আলো - জননেত্রী শেখ হাসিনা: সজীব ওয়াজেদ জয়
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
‘স্যার’ বলা নিয়ে রংপুরের ডিসির সঙ্গে কী হয়েছিল শিক্ষকের?
সর্বাধিক পঠিত
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
৭০ বছর বয়সে এসে বিয়ে করলেন অবসরপ্রাপ্ত শিক্ষক
অস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
আদালতে দেওয়া জবানবন্দিঅস্ট্রেলিয়ান নায়িকার সঙ্গে হোটেলে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শাকিব
শনিবার খোলা থাকবে ব্যাংক
শনিবার খোলা থাকবে ব্যাংক
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
স্বামীকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় খুনি ভাড়া করেন স্ত্রী, কাজ শেষে দেন ৫০০
এফবিসিসিআই’র ডাকে সাড়া দেননি মুরগি ব্যবসায়ীরা
এফবিসিসিআই’র ডাকে সাড়া দেননি মুরগি ব্যবসায়ীরা