X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘সুলতান ভাই কাচ্চির’ ম্যানেজার জিজ্ঞেস করেছিলেন কি হয়েছে, সঙ্গে সঙ্গে গুলি

আরিফ হোসাইন কনক, নারায়ণগঞ্জ
০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০১

নারায়ণগঞ্জ শহরের ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর ম্যানেজার শফিউল আলম কাজলের সঙ্গে (৫০) কোনও বিরোধ ছিল না রেস্তোরাঁর ভবন মালিক আজহার তালুকদারের। মূলত বিদ্যুৎ ও পানির বিল নিয়ে আজহারের সঙ্গে ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর মালিক শুক্কুর আলীর দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন শুক্কুর আলীকে না পেয়ে কাজলকে গুলি করে হত্যা করা হয়েছে।

অভিযুক্ত আজহার তালুকদার চাষাঢ়ার আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক। মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে পুলিশ, রেস্তোরাঁর মালিক, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজহার তালুকদার ও তার ভাই আজিজুল হকের যৌথ মালিকানাধীন আঙ্গুরা শপিং কমপ্লেক্সের নিচতলা ও দোতলার একাংশ ভাড়া নিয়ে ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁ দিয়েছেন শুক্কুর আলী। গত কয়েকদিন ধরে বিদ্যুৎ ও পানির বিল নিয়ে আজহারের সঙ্গে শুক্কুর আলীর বিরোধ চলছিল। বিল নিয়ে গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে রেস্তোরাঁর ম্যানেজার কাজলের সঙ্গে কথা কাটাকাটি হয় আজহারের। একপর্যায়ে উত্তেজিত হয়ে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়েন আজহার। এতে কাজল গুলিবিদ্ধ হন। সেইসঙ্গে আরও দুজন আহত হন। কাজলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই রাতেই আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারকে গ্রেফতার করে পুলিশ। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে মামলা করেন রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী। এরই মধ্যে সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় কাজলের মৃত্যু হয়। নিহত কাজল নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের শাহ আলমের ছেলে। তিনি বন্দরের নবীগঞ্জ এলাকায় বসবাস করতেন। 

বিদ্যুৎ ও পানির বিল নিয়ে আজহারের সঙ্গে ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁর মালিক শুক্কুর আলীর দ্বন্দ্ব চলছিল

রেস্তোরাঁর কর্মচারী মো. হানিফ সেদিনের ঘটনার প্রত্যক্ষদর্শী। তিন বছর ধরে এই রেস্তোরাঁয় কাজ করছেন। তিনি বাংলা টিবিউনকে বলেন, ‘আজহার তালুকদার ও তার ভাই আজিজুল হক যৌথভাবে আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক। আজিজুলের কাছ থেকে শপিং কমপ্লেক্সের নিচতলা ও দোতলার একাংশ ভাড়া নিয়ে ‘সুলতান ভাই কাচ্চি’ রেস্তোরাঁ দেন শুক্কুর আলী। ঘটনার দিন রাতে আজহার তালুকদার এসে আমাদের মালিক শুক্কুর আলীকে বলেন, “ওয়াসার পানির বিল ১০ লাখ টাকা জমে গেছে, ১০ লাখ টাকা লাগবে, দ্রুত ব্যবস্থা করেন।” তখন আমাদের মালিক টাকা দিতে পারবেন না বলে জানান। এ নিয়ে দুজনের প্রথমে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতিও হয়। এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পরই শপিং কমপ্লেক্সের বাসা থেকে পিস্তল নিয়ে এসে কয়েক রাউন্ড গুলি ছোড়েন আজহার। এ সময় আমাদের মালিক দোকানের পেছনের দিকে চলে যান। গুলির শব্দ শুনে কাজল ভাই শপিং কমপ্লেক্সের সিঁড়ির দিকে ছুটে যান। সেইসঙ্গে আজহারকে জিজ্ঞাসা করেন কি হয়েছে? এ কথা বলার সঙ্গে সঙ্গে তাকে গুলি করেন আজহার। এতে তার পেটে ও পায়ে গুলি লাগে। তাকে উদ্ধার করে খানপুর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাই আমরা।’

কাজলের সঙ্গে আজহারের পূর্ববিরোধ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে মো. হানিফ বলেন, ‘কাজলের সঙ্গে আজহারের কোনও দ্বন্দ্ব নেই। সব সময় হাসিখুশি থাকতেন। মূলত পানির বিল নিয়ে দ্বন্দ্ব ছিল শুক্কুর আলীর সঙ্গে। সেদিন তাকে না পেয়ে কাজলকে গুলি করেছেন আজহার।’

কাজলের সঙ্গে আজহারের কোনও বিরোধ ছিল না উল্লেখ করে সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ মালিক শুক্কুর আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার রাতে আমার কাছে বিদ্যুৎ ও পানির বিল ১০ লাখ টাকা দাবি করেছেন আজহার। টাকা দিতে অস্বীকার করলে দুর্ব্যবহার ও লাঞ্ছিত করেন। এ নিয়ে হাতাহাতি হয়। এ সময় গালিগালাজ করতে করতে বাসায় গিয়ে পিস্তল এনে গুলি ছুড়লে আমি দোকানের পেছনে পালিয়ে যাই। আমাকে না পেয়ে কাজলকে গালিগালাজ করেন। কাজল তাকে থামানোর চেষ্টা করলে দুটি গুলি করেন। মেডিক্যালে ময়নাতদন্তের সময় তার শরীর থেকে দুটি গুলি বের করা হয়েছে।’ 

ম্যানেজার শফিউল আলম কাজল

আজহার প্রায় সময় আমার কাছে বিদ্যুৎ ও পানির বিল দাবি করতেন জানিয়ে শুক্কুর আলী বলেন, ‘এর আগে একবার তাকে চার লাখ টাকা দিয়েছিলাম। অথচ আমি তার কাছ থেকে দোকান ভাড়া নিইনি, নিয়েছি তার ভাইয়ের কাছ থেকে। আজহারকে টাকা দিলে তার ভাই আজিজুল এ নিয়ে রাগারাগি করতেন। এজন্য আমি টাকা দিতে অস্বীকার করেছি।’

কেন গুলি করে হত্যা করা হয়েছে, তা জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) চাউলাউ মারমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কাজলের সঙ্গে কোনও বিরোধ ছিল না আজহারের। রেস্তোরাঁর মালিক শুক্কুর আলীর সঙ্গে বিদ্যুৎ ও পানির বিল নিয়ে বিরোধের বলি হয়েছেন কাজল। রেস্তোরাঁর ভাড়া ৮০ হাজার এবং বিদ্যুৎ বিল ১০ হাজার টাকা দিতেন শুক্কুর আলী। আঙ্গুরা শপিং কমপ্লেক্স দুই ভাইয়ের যৌথ সম্পত্তি। ৮০ হাজার টাকা দোকান ভাড়া তুলতেন ছোট ভাই আজিজুল হক। আর বিদ্যুৎ বিলের ১০ হাজার টাকা তুলতেন বড় ভাই আজহার।’

চাউলাউ মারমা বলেন, ‘গ্রেফতারের পর আজহার আমাদের জানিয়েছেন, বিদ্যুৎ বিলের ১০ হাজার টাকা শুক্কুর আলী তাকে দিতেন না। চার-পাঁচ হাজার টাকা দিতেন। সকাল থেকে রাত পর্যন্ত রেস্তোরাঁর পানি উত্তোলনসহ নানা কারণে বেশি বিদ্যুৎ ব্যবহার হচ্ছে। এ কারণে ১০ হাজার টাকার বেশি বিদ্যুৎ ও পানির বিল চেয়েছেন। এসব বিষয় নিয়ে শুক্কুর আলীর সঙ্গে আজহারের বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। উত্তেজিত হয়ে পরে গুলি করেছেন।’

দ্বন্দ্ব মালিকের সঙ্গে তাহলে ম্যানেজারকে কেন গুলি করা হলো এমন প্রশ্নের জবাবে চাউলাউ মারমা বলেন, ‘আজহার আমাদের জানিয়েছেন, শুক্কুর আলীর ব্যবসা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছেন কাজল। বেশিরভাগ সময় শুক্কুর আলী দোকানে থাকতেন না। এজন্য কাজলের কাছে বিভিন্ন সময় বিল চাইতেন। সেদিন এ নিয়ে কাজলের সঙ্গেও হয়তো বাগবিতণ্ডা হয়েছে। তখন ক্ষুব্ধ হয়ে গুলি করেছেন। আমরা ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। আশা করছি, আরও তথ্য বেরিয়ে আসবে। তখন বিস্তারিত জানা যাবে।’ 

এদিকে, গ্রেফতার আজহার ও তার ছেলে আরিফ তালুকদারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালত রিমান্ড মঞ্জুর করেন। 

বিকালে শহরের চাষাঢ়ার আঙ্গুরা শপিং কমপ্লেক্সের সামনে কাজলের লাশ রেখে বিক্ষোভ করেন স্বজন ও সহকর্মীরা

বিকালে শহরের চাষাঢ়ার আঙ্গুরা শপিং কমপ্লেক্সের সামনে কাজলের লাশ রেখে বিক্ষোভ করেন স্বজন ও সহকর্মীরা। এ সময় হত্যায় অভিযুক্ত আজহার তালুকদার ও তার ছেলে আরিফ তালুকদারের ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। সেইসঙ্গে ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

সন্ধ্যায় চাষাঢ়া বাগে জান্নাত মসজিদ প্রাঙ্গণে কাজলের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রাত ৭টার দিকে বন্দরের কুশিয়ারা এলাকায় দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান বলেন, ‘রেস্তোরাঁর ম্যানেজারকে গুলির ঘটনায় শপিং কমপ্লেক্সের মালিকের বিরুদ্ধে মামলা করেছেন রেস্তোরাঁর মালিক শুক্কুর আলী। সেটি হত্যা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়েছে। দুই আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’ 

 

/এএম/
সম্পর্কিত
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেফতার
‘আমার মা মারা গেছে, গ্রেফতার করবেন না, একদিন সময় দেন’
বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি নেতা আসাদুল হাবিবসহ ৪৫ আসামি খালাস
সর্বশেষ খবর
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১৩ মে, ২০২৫)
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি