X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ফাঁকা কক্ষে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ শরীরচর্চার শিক্ষকের বিরুদ্ধে

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০২৩, ১৫:০২আপডেট : ০৩ মার্চ ২০২৩, ১৫:০২

কিশোরগঞ্জের সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে শরীরচর্চার শিক্ষকের বিরুদ্ধে। এক ছাত্রীর বাবার লিখিত অভিযোগের পর স্কুল কর্তৃপক্ষ মেহেদী হাসান তুষার নামে ওই শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করছে।

এদিকে, ঘটনা জানাজানি হওয়ার পর বুধবার (১ মার্চ) থেকে অভিযুক্ত শিক্ষক আর স্কুলে যাচ্ছে না। অভিভাবক ও শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিচার দাবি করেছেন।

স্কুলের ছাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যালয়ের ছাত্রীরা শরীরচর্চার শিক্ষক মেহেদী হাসান তুষারকে এড়িয়ে চলে। পারতপক্ষে তার কাছাকাছি হয় না, দূরত্ব বজায় রেখে চলে। কারণ সুযোগ পেলেই স্নেহ করার নামে নানা ছুতোয় ছাত্রীদের যৌন হয়রানি করে।

অভিযোগ উঠেছে, গত ২৮ ফেব্রুয়ারি বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায় ওই শিক্ষক। স্কুল ছুটির আগে ছাত্রীকে ফুসলিয়ে বিদ্যালয়ের চারতলায় একটি নির্জন কক্ষে যায়। পরে ধস্তাধস্তি ও ছাত্রীর চিৎকার শুনে অন্য শিক্ষার্থীরা এগিয়ে গেলে রক্ষা পায়। এ ঘটনা নিয়ে বিদ্যালয় ও এলাকায় তোলপাড় চলছে। শিক্ষার্থীরা  ওই শিক্ষকের অব্যাহতি ও শাস্তি দাবি করছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষককে আর বিদ্যালয়ে দেখা যায়নি। তার মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে। সে সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। 

ভুক্তভোগী এক ছাত্রীর বাবার লিখিত অভিযোগ পাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটির জরুরি বৈঠকে বসে। বৈঠকে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।    
প্রধান শিক্ষক এ কে এম আতিকুর রহমান জানান, তিনি ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণের বিষয়টি জানেন না। তবে গত ১ মার্চ এক ছাত্রীর বাবা তার মেয়েকে যৌন হয়রানি করা হয়েছে মর্মে একটি অভিযোগ করেছেন শরীরচর্চা শিক্ষক মেহেদী হাসান তুষারের বিরুদ্ধে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগীর বাবা সাংবাদিকদের বলেন, বাড়িতে গিয়ে মেয়ে সবকিছু বলেছে। এ ধরনের ঘটনা যেন আর বিদ্যালয়ে না ঘটে এ জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছি। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হবে।

বৃহস্পতিবার দুপুরে ওই বিদ্যালয়ে গেলে ছাত্রছাত্রীদের ক্ষুব্ধ দেখা যায়। তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে। এ সময় গোটা দশেক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলে, শরীরচর্চা শিক্ষক কথায় কথায় তাদের গায়ে হাত দেয়। তারা অনেক সময় আপত্তি করলেও শুনে না। আদর করার নামে এসব বাজে আচরণ করেই যাচ্ছে।

চার প্রত্যক্ষদর্শী ছাত্রী জানায়, ওই ছাত্রীকে নিয়ে শিক্ষক যখন চারতলার দিকে যাচ্ছিলো, তখন ৩টার মতো বাজে- স্কুল ছুটি হয়নি। বিষয়টি তাদের নজরে পড়ে। সন্দেহ থেকে কিছুক্ষণ পর তারা কয়েকজন মিলে চারতলা যায়। তখন ভেতর থেকে বন্ধ করা শ্রেণিকক্ষে ধস্তাধস্তি ও চিৎকার শুনে তারাও চিৎকার শুরু করলে শিক্ষক দরজা খুলে বেরিয়ে যায়। পরে ওই ছাত্রীকে তার সহপাঠীরা বাড়ি পৌঁছে দেয়।

ঘটনা সম্পর্ক কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ বলেন, যৌন নির্যাতনের ঘটনার বিষয়টি তিনি জানেন না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল: আরও এক যুবক গ্রেফতার
রাস্তায় নারীদের উত্ত্যক্তের ভিডিও ভাইরাল, অভিযুক্ত দুজন আটক
বগুড়ায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির মামলায় যুবক গ্রেফতার
সর্বশেষ খবর
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
বিপুল সরকারের ‘ভুলিবো কেমনে’  
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
চন্দ্রঘোনা-রাইখালী নৌপথে ফেরি চলাচল বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
ওটিপি সমস্যায় সারাদেশে এনআইডি সেবা বন্ধ
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
জুলাইয়ে বাংলাদেশে গণহত্যা হয়েছে, জেনোসাইড হয়নি: চিফ প্রসিকিউটর
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়