X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

ছুটি নিয়ে এমপির সঙ্গে কক্সবাজার ভ্রমণে গেলেন ওসি

টাঙ্গাইল প্রতিনিধি
১৪ মার্চ ২০২৩, ১৭:৪৮আপডেট : ১৪ মার্চ ২০২৩, ১৭:৪৮

টাঙ্গাইলের ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম পরিবার নিয়ে স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে আনন্দ ভ্রমণে কক্সবাজার বেড়াতে গেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমপির সঙ্গে ওসির এমন আনন্দ ভ্রমণকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এর ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভ্রমণে যেতে পারিবারিক কারণ দেখিয়ে দুদিনের ছুটি নেন জেলা পুলিশ সুপারের কাছ থেকে।

জানা গেছে, গত ১১ মার্চ রাতে ওসি মো. ফরিদুল ইসলাম থানা ত্যাগ করেন। ১২ মার্চ টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের সঙ্গে ঢাকা থেকে প্লেনে পরিবার নিয়ে কক্সবাজার যান। এ সময় বিমানের সামনে ওঠানো ছবিতে সংসদ সদস্য ও ওসি ছাড়াও আরও দুইজন দেখা যায়। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। সামনে জাতীয় নির্বাচন থাকায় আওয়ামী লীগের একাংশের লোকজন বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তারা ওসির সমালোচনাও করছেন। এ আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতা প্রত্যাশী অনেকে ওসির এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন।

এমপির সঙ্গে ওসি (মার্ক করা)

জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম তালুকদার বাবলু বলেন, ‘স্থানীয় এমপির সঙ্গে ওসি আনন্দ ভ্রমণে গেছেন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এটা তার ঠিক হয়নি। একজন সরকারি কর্মকর্তা হয়ে জনপ্রতিনিধির সঙ্গে যাওয়াটা ঠিক না। উনি সরকারি আদেশ পালনের চেয়ে এমপির আদেশ-নির্দেশ পালনে বেশি সচেষ্ট থাকেন। উপজেলার আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতাকর্মীদের বিরুদ্ধে এমপির নির্দেশে ওসি মিথ্যা মামলা দিয়েছে।’

উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আমিনুল ইসলাম আমিন বলেন, ‘সংসদ নির্বাচনকে সামনে রেখে এই মুহূর্তে এমিপর সঙ্গে ওসির কক্সবাজার ভ্রমণ করা ঠিক হয়নি। ভ্রমণের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়েছে। এমপির পক্ষ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধেই মামলা দেয় ওই ওসি।’

ভূঞাপুর থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ‘ছুটিতে বাইরে আছি। এখনও আসিনি।’ সংসদ সদস্যের সঙ্গে কক্সবাজার ভ্রমণ বিষয়ে তিনি বলেন, ‘এমপির সঙ্গে ছবি দেখতে পারেন, কিন্তু বিষয় হলো আমাদের ব্যক্তিগত জীবন আছে না। আমরা আমাদের মতো আসছি।’

টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, ‘ওসি পারিবারিক সমস্যা দেখিয়ে দুদিনের ছুটি নিয়েছেন। কক্সবাজার গিয়েছেন কি না এটা জানি না। এ ছাড়া এমপির সঙ্গে ভ্রমণে যাওয়াটা আচরণবিধিতে বাধা নেই। তবে বিষয়টি দৃষ্টিকটু।’

/এফআর/
সম্পর্কিত
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
ইজিবাইকে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ৩০
আওয়ামী লীগের ৫ ইউপি সদস্যকে ধরে পুলিশে সোপর্দ
সর্বশেষ খবর
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
মৃতের বৈধ ওয়ারিশদের মধ্যে ফারায়েজ অনুযায়ী পেনশন বণ্টনের প্রশ্নে হাইকোর্টের রুল
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
এফডিসি-পলাশী সংযোগ সড়ক বাতিলের দাবিতে ১৫৭ বিশিষ্টজনের বিবৃতি
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
বিশেষ অভিযানে গ্রেফতার আরও ১৬৪৭ জন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়