X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

পুলিশ দেখে ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি ‘চোরের’

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ২৩:০৮আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২৩:০৮

পুলিশ দেখে এক মোটরসাইকেল চোর ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন। অবশেষে চোরকে নামাতে ডাকা হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। অনেক চেষ্টার পর টিনের চাল থেকে নামিয়ে আনা হয় তাকে। সম্প্রতি এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানায় একই জেলার পাকুন্দিয়ার পৌর সদরের চালিয়াগোপ গ্রামের রিটন মিয়ার (৪০) বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ করা হয়। তাকে ধরতে গত সোমবার (২৭ মার্চ) সকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে চোর উঠে পড়েন টিনের চালে। এক টুকরো টিন হাতে নিয়ে গলায় ধরে রাখেন। পুলিশ ধরার চেষ্টা করলে টিনের টুকরো দিয়ে গলা ঢুকিয়ে আত্মহত্যার হুমকি দেন রিটন।

পুলিশ সদস্যরা এবং এলাকাবাসী তাকে অনেক বুঝিয়েও টিনের চাল থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনেন।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। পুলিশের সঙ্গে যুক্ত হয়ে অভিযান চালিয়ে ওই লোককে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে ধরতে পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ মার্চ সকালে তাকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সে উঠে পড়ে টিনের চালে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
ফলের আড়তের লকার ভেঙে ১ কোটি ৮০ লাখ টাকা চুরি
ঈদে ফাঁকা বাসা থেকে স্বর্ণালঙ্কার চুরি, নিয়ে গেলো ফ্রিজের মাছ-মাংসও
রাজধানীর তেজগাঁওয়ে ফাঁকা বাসায় চুরি
সর্বশেষ খবর
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
বিএনপির বিরুদ্ধে কোনও রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, হিট অ্যালার্ট জারি
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
জিমি নেই, তারপরও খেলতে নামছে মোহামেডান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
বায়ার্নের কোচ হওয়া থেকে এক ধাপ দূরে জিদান
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!