X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

পুলিশ দেখে ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি ‘চোরের’

কিশোরগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৩, ২৩:০৮আপডেট : ৩০ মার্চ ২০২৩, ২৩:০৮

পুলিশ দেখে এক মোটরসাইকেল চোর ঘরের চালে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন। অবশেষে চোরকে নামাতে ডাকা হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। অনেক চেষ্টার পর টিনের চাল থেকে নামিয়ে আনা হয় তাকে। সম্প্রতি এমন ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, কিশোরগঞ্জ সদর মডেল থানায় একই জেলার পাকুন্দিয়ার পৌর সদরের চালিয়াগোপ গ্রামের রিটন মিয়ার (৪০) বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ করা হয়। তাকে ধরতে গত সোমবার (২৭ মার্চ) সকালে তার বাড়িতে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে চোর উঠে পড়েন টিনের চালে। এক টুকরো টিন হাতে নিয়ে গলায় ধরে রাখেন। পুলিশ ধরার চেষ্টা করলে টিনের টুকরো দিয়ে গলা ঢুকিয়ে আত্মহত্যার হুমকি দেন রিটন।

পুলিশ সদস্যরা এবং এলাকাবাসী তাকে অনেক বুঝিয়েও টিনের চাল থেকে নামাতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনেন।

পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুজিবুর রহমান বলেন, পুলিশ খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যান। পুলিশের সঙ্গে যুক্ত হয়ে অভিযান চালিয়ে ওই লোককে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়।

পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, কিশোরগঞ্জ সদর মডেল থানার একটি মোটরসাইকেল চুরির মামলায় তাকে ধরতে পাকুন্দিয়া থানা পুলিশের সহায়তায় চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ২৭ মার্চ সকালে তাকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে সে উঠে পড়ে টিনের চালে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে টিনের চাল থেকে নামিয়ে আনা হয়। পরে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশ কর্মকর্তার বাসার তালা ভেঙে ১৬টি গুলিসহ পিস্তল চুরি
ক্যান্টনমেন্টে বাসায় চুরি, গ্রেফতার ৫
২২ বছর আগে চুরি করা মোটরের টাকা মালিককে ফেরত দিলেন চোর
সর্বশেষ খবর
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নটর ডেম কলেজের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
নৌ পথে ঈদযাত্রা ও পশুবাহী নৌযান নিরাপত্তায় কাজ করছে পুলিশ: অতিরিক্ত আইজিপি
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
থাইল্যান্ডে গেছেন মির্জা ফখরুল
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি