X
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
১০ আষাঢ় ১৪৩২

বিয়ের ঘটকালি করতে গিয়ে পাত্রীর মাকে ‘ধর্ষণ’, নারীর লাথিতে ঘটক নিহত

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ জুন ২০২৩, ২২:৩৬আপডেট : ১৭ জুন ২০২৩, ২২:৫১

মানিকগঞ্জের সাটুরিয়ায় এক নারীর লাথিতে লোকমান হোসেন (৫০) নামে এক ঘটক নিহতের অভিযোগ উঠেছে। অভিযোগ আছে, ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক করে ধর্ষণ করায় এই ঘটনা ঘটিয়েছেন। তার মেয়ের বিয়ের ঘটকালি করতে গিয়ে ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ঘটক।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে ঘটককে হত্যার অভিযোগে পাকুটিয়া গ্রাম থেকে ওই নারীকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল। পরে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। শুক্রবার পিবিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

পিবিআই সূত্রে জানা গেছে, নিহত লোকমান হোসেন সাটুরিয়া উপজেলা সীমান্তবর্তী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কৃষিকাজের পাশাপাশি ঘটকালি করতেন। এর সূত্রেই তিন মাস আগে ওই নারীর সঙ্গে তার পরিচয়। নারীর মেয়ের বিয়ে নিয়ে ঘটকালি করতে চাওয়ায় প্রায় মোবাইল ফোনে তাদের কথা হতো। এভাবে গড়ে ওঠে সম্পর্ক।

বুধবার (১৪ জুন) রাত ৯টার দিকে লোকমান কল করে ওই নারীকে বাড়ির পেছনের পুকুর পাড়ে আসতে বলেন। সেখানে গেলে তাকে ধর্ষণ করেন। এরপর ক্ষিপ্ত হয়ে লোকমানের সংবেদনশীল অঙ্গে লাথি মারলে মাটিতে লুটিয়ে পড়েন। সেখানেই তার মৃত্যু হয়।

সূত্র বলছে, ওই নারী পিবিআইকে ও আদালতে বলেছেন, ‘আমার মেয়ের বিয়ের সুযোগ নিয়ে সে আমার সঙ্গে তিন মাস মোবাইলে কথা বলেছে। কথা বলতে বলতে সম্পর্ক গড়ে তোলে। ওই দিন রাতে সে আমাকে পুকুর পাড়ে ডেকে নিয়ে মেয়ের বিয়ের কথা বলে জোর করে ধর্ষণ করে। এ কারণে আমি তাকে লাথি মেরেছিলাম। লাথিটি সেখানে লাগবে বুঝতে পারিনি। অবস্থা বেগতিক দেখে তাকে ফেলে আমি বাড়ি চলে আসি।’

বৃহস্পতিবার সকালে সাটুরিয়া থানা পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ছেলে আবদুল হাকিম বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেন। এরপর আদালত মামলাটি তদন্ত করতে মানিকগঞ্জ পিবিআইকে দায়িত্ব দেন। পিবিআই কর্তৃপক্ষ  এসআই সামরুল হোসেনকে তদন্তের দায়িত্ব দেয়। এসআই সামরুল হোসেন ঘটনার ছয় ঘণ্টার মধ্যে একই দিন রাতে ওই নারীকে গ্রেফতার করেন।

সাটুরিয়া থানার ওসি (তদন্ত) ইমাম আল মেহেদী জানান, নিহত লোকমানের ছেলে হত্যা মামলা করেছেন। মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্তে আর কেউ জড়িত থাকার সন্ধান পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে।

/এফআর/
সম্পর্কিত
মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
শিশু ধর্ষণের ঘটনা চড়-থাপ্পড়ে মীমাংসা করলেন সালিশদাররা
কুমিল্লায় ‘প্রেমিককে’ খুঁজতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৪ জুন, ২০২৫)
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় ব্লাস্টের উদ্বেগ
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
আইএমএফের ১৩০ কোটি ডলার একসঙ্গে পাচ্ছে বাংলাদেশ, ২৬ জুন রিজার্ভে জমা
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার
সর্বাধিক পঠিত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
দেশের সম্ভাবনাময় পর্যটন ব্যবসায় অশনিসংকেত
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
৫ আগস্টের পর ক্ষমতার বিরোধে দুই বন্ধু হয়ে গেলেন শত্রু, ঘটে গেলো জোড়া খুন
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
ইলেকট্রনিক্স ব্যবসায় মন্দা, নেপথ্যের কারণ কী
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা