X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

সাভারে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত ২০

সাভার প্রতিনিধি
১২ আগস্ট ২০২৩, ১৮:০৩আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৮:০৩

সাভারে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করার সময় পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে ২০ শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে সাভারের উলাইল এলাকার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড ও ফ্যাশন নিট লিমিটেড কারখানার শ্রমিকদের সঙ্গে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কয়েকজন শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেছে, এক মাসের বকেয়া বেতন নিয়ে মালিকপক্ষের সঙ্গে ঝামেলা চলছিল শ্রমিকদের। শুক্রবার কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেয় কর্তৃপক্ষ। শনিবার শ্রমিকদের বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু সকালে কারখানায় গিয়ে গেটে একদিনের জন্য সাধারণ ছুটির নোটিশ দেখতে পান শ্রমিকরা। এরপরই মালিকপক্ষের সঙ্গে কথা বলার দাবিতে কারখানার সামনে অবস্থান নেন। কিন্তু মালিকপক্ষ কিংবা কারখানার কোনও কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলতে আসেননি। এতে হাজারো শ্রমিক কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সকাল ৯টার দিকে পুলিশ এসে শ্রমিকদের কারখানার সামনে থেকে সরে যেতে বলে। পরে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেন। এ নিয়ে পুলিশের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এ সময় টিয়ারশেল, রাবার বুলেট ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে ২০ শ্রমিক আহত হন।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর সহকারী পুলিশ সুপার আফজাল হোসেন বলেন, ‘শ্রমিকদের ওপর লাঠিচার্জ কিংবা রাবার বুলেট ছোড়া হয়নি। শ্রমিকরা মহাসড়কে অবস্থান করে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েছিল। তাই টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।’

এ ব্যাপারে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, ‘কয়েকদিন ধরে কারখানাটি থেকে সুতাসহ বেশ কিছু কাঁচামাল অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছিল। এ কারণে শ্রমিকদের ভেতরে কারখানা বন্ধ হয়ে যাওয়ার আতঙ্ক কাজ করছিল। এর মধ্যেই কারখানাটি গতকাল কর্মীদের বেতন দিয়ে আজ একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে। এ নিয়ে শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে চাইলে তাদের ওপর লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়েছে পুলিশ। এতে ২০ শ্রমিক আহত হয়েছেন।’

এ বিষয়ে জানতে কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মনিরুল ইসলামের মোবাইলে নম্বরে একাধিকবার কল দিয়ে বন্ধ পাওয়া গেছে।

/এএম/
সম্পর্কিত
বাস যেখানে সেখানে থামানো যাবে না, অমান্য করলেই ব্যবস্থা
রাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
সরকারকে প্রত্যাখ্যান করে উপজেলা নির্বাচনে মানুষ ভোট দিতে যায়নি: এবি পার্টি
সর্বশেষ খবর
জিপিএ-৫ কমেছে
জিপিএ-৫ কমেছে
ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে
আমদানি পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে বাজারে ছাড়ার আহ্বান বিএনপির
আমদানি পণ্য পরীক্ষা-নিরীক্ষা করে বাজারে ছাড়ার আহ্বান বিএনপির
পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে
পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে রাজশাহী বোর্ডে
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো
হঠাৎ বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন যাচ্ছেন তারা?
হঠাৎ বাংলাদেশ ছেড়ে বিদেশে কেন যাচ্ছেন তারা?