X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

‘এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবে না’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৬আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১১

‘এসপি জানে এই সরকার না থাকলে চাকরি থাকবো না। ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে ট্রান্সফার করে দেবে।’ সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন।

সেই সাক্ষাৎকারের চার মিনিট দুই সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা গেছে, কাউন্সিলর খোকন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের অনুসারী বলে পরিচিত। গত ১২ সেপ্টেম্বর দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর তীব্র সমালোচনা করেছেন।

ওই ভিডিওতে কাউন্সিলর খোকন বলছেন, ‘সারা নারায়ণগঞ্জে বিএনপির লোকজন আওয়ামী লীগরে বকতেছে, শেখ হাসিনারে উচ্চবাচ্য বলতেছে, নানান কথা বলতেছে। আর মেয়রসহ বড় বড় নেতারা (আওয়ামী লীগের) পোস্ট নিয়ে বসে রয়েছে।’

এই সরকার না থাকলে এসপির চাকরী থাকবেনা উল্লেখ করে তিনি বলেন, ‘মেয়র বলেন, এসপি-ডিসি তার কথা শোনে না। শুনবো কেন? আপনারে পাস করাইলে কী লাভ হয় দেশের? দলের কী লাভ হয়? আজকে দলের এসপি জানে এই সরকার না থাকলে আমার চাকরি থাকবো না, ডিসি মনে মনে জানে এই সরকার না থাকলে আমারে ট্রান্সফার করে দেবো, কোন জায়গায় কোন শাস্তি দেবো। আপনার তো ভয় নেই এই সরকার না থাকলে আপনার কিছু হবে না।’

সেলিনা হায়াৎ আইভীর সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে শামীম ওসমান এত বড় জনসভার ডাক দিয়েছে। আমার এলাকা থেকে নেতাকর্মী নিয়ে যাবো এবং বিএনপিকে হুমকিধমকি দিতেছি, কেউ কোনও উল্টাপাল্টা কথা উচ্চারণ করবেন না। বিএনপি ক্ষমতায় এলে তো আমাকে দৌড়ান দিতে পারে। ওনারে (মেয়র আইভী) কেউ তো আর দেবে না। ওনারে আরামে বহাইয়া রাখবো। ওনাকে এই আমলেও দেবে না ওই আমলেও দেবে না। কারণ ওনার তো সব আমল। উনি শুধু বলেন, পুলিশ আমারে সহযোগিতা করে না। আপনারে কেন সহযোগিতা করবে? আপনে এই শহরে শেখ হাসিনার জন্য করছেন এমন কিছু দেখাতে পারবেন?’

তিনি বলেন, ‘আজকে ৩৬টা কাউন্সিলরের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকতো। তাইলে শামীম ওসমানের রাজনীতি করতাম না, আপনার নেতৃত্বে দলের রাজনীতি করতাম। এ কথা শুনলে শামীম ওসমান (সংসদ সদস্য) আমাকে বের করে দেবেন।’

সংসদ সদস্য শামীম ওসমান কারও সঙ্গে লিয়াজোঁ করেন না উল্লেখ করে এই কাউন্সিলর বলেন, ‘যদি অন্যান্য আওয়ামী লীগের নেতারা বাংলাদেশে থাকতে পারে তাহলে শামীম ওসমান থাকতে পারবে না কেন? আমি তো আগে নিজে বাঁচবো। দেশ ছেড়ে পালায় বা আত্মগোপন করে কারা, যাদের কারও সঙ্গে কোনও লিয়াজোঁ নেই।’

তবে এমন মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে আপাতত বক্তব্য দিতে রাজি হননি কাউন্সিলর ইফতেখার আলম খোকন। তিনি বলেন, ‘সাক্ষাৎকারের সম্পূর্ণ ভিডিও প্রকাশিত হয়নি। এখানে আংশিক প্রকাশিত হয়েছে। আমি আসলে ঠিক এভাবে কথাটা বলিনি।’

সাক্ষাৎকারের অবশিষ্ট ভিডিও প্রকাশিত হলে বক্তব্য দেবেন বলে আশ্বস্ত করেন এই কাউন্সিলর। তিনি বলেন, ‘আমার সাক্ষাৎকারের আরেকটি খণ্ড আগামীকাল প্রকাশিত হবে বলে জানতে পেরেছি। সেটা প্রচারিত হওয়ার পরে আমি গণমাধ্যমে এ বিষয়ে কথা বলবো।’

এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী জেনে বুঝে মেয়রকে নৌকা প্রতীক দিয়েছেন। সুতরাং তার কথা কেন এসপি-ডিসি শুনবে না। তবে যে বলেছে এসপি-ডিসি ট্রান্সফার হয়ে যাবে সেটা তার জ্ঞানের অভাব। তিনি এখনও পরিপক্ব রাজনীতিবিদ হতে পারেননি।’

/এফআর/
সম্পর্কিত
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
কুড়িগ্রামে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী গ্রেফতার
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে চট্টগ্রামে আনন্দ মিছিল
সর্বশেষ খবর
রাজনৈতিক দল নিষিদ্ধে আইসিটি অ্যাক্ট সংশোধন করে গেজেট প্রকাশ  
রাজনৈতিক দল নিষিদ্ধে আইসিটি অ্যাক্ট সংশোধন করে গেজেট প্রকাশ  
ময়মনসিংহে জমে উঠেছে পাটজাত পণ্য মেলা, উপচে পড়া ভিড়
ময়মনসিংহে জমে উঠেছে পাটজাত পণ্য মেলা, উপচে পড়া ভিড়
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
গেজেট প্রকাশের পর আ.লীগের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত নেবে ইসি
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদযাপন
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ