X
বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

ঢাকা জেলা বিএনপির মহাসমাবেশ স্থগিত

সাভার প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪:০৫

সোমবার (২৫ সেপ্টেম্বর) সরকার পতনের এক দফা দাবিতে ঢাকার প্রবেশমুখে সমাবেশ করার কথা ছিল জেলা বিএনপির। সমাবেশের জন্য নির্ধারিত স্থানে তৈরি করা মঞ্চ রাতের অন্ধকারে পুলিশি প্রহরায় ভেঙে ফেলার অভিযোগ তোলে দলটি। এ কারণে আজকের সমাবেশ স্থগিত করেছে জেলা বিএনপি।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা বিএনপির সভাপতি আবু আশফাক। তিনি বলেন, ‘সমাবেশের জন্য জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অনুমতি চাওয়া হয়। চার দিন আগে পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়। তবে হঠাৎ করেই গতকাল রাত ২টার দিকে আমাদের জানানো হয় একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। দুই পক্ষের সমাবেশে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় আমাদের অনুমোদন বাতিল করে দেওয়া হয়।’

তবে পুলিশি প্রহরায় তাদের মঞ্চ কেন ভেঙে ফেলা হলো—এ ব্যাপারে আক্ষেপ প্রকাশ করেন এ বিএনপি নেতা। তিনি আরও বলেন, ‘আমরা মঞ্চ করেছি প্রয়োজন হলে সরিয়ে নেবো। এছাড়াও আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে। আজ (সোমবার) বিকাল তিনটায় বিএনপির মিটিংয়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তীতে সমাবেশের স্থান ও সময় জানানো হবে।’

সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন

এদিকে বিএনপির সমাবেশস্থলে সকাল থেকেই মোতায়েন করে রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। এছাড়াও মঞ্চের জায়গায় পার্কিং করে রাখা হয়েছে পুলিশের বহনকারী গাড়ি।

পুলিশের উপস্থিতিতে মঞ্চ ভাঙার অভিযোগ প্রসঙ্গে ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহেল কাফী বলেন, ‘পুলিশের বিরুদ্ধে বিএনপির মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগটি হাস্যকর। তাদের সমাবেশের কোনও অনুমতি ছিল না। তাছাড়া একই স্থানে আওয়ামী লীগও সমাবেশ করার ঘোষণা দিয়েছিল। দুই পক্ষ মুখোমুখি হলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে এই আশঙ্কা থেকে এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

পূর্বঘোষণা অনুযায়ী আমিনবাজারে বিএনপির আজকের সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বেগম সেলিমা রহমানের উপস্থিত থাকার কথা ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
দালাল চেনার সুযোগ জনগণের সামনে এসেছে: নুর
অবরোধের সমর্থনে রাজধানীতে এলডিপির মিছিল
সাভার থানা বিএনপি সভাপতি গ্রেফতার
সর্বশেষ খবর
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
বিশ্বে ৫০ লাখ ৫৩ হাজার প্রবাসী, চট্টগ্রাম বিভাগের নাগরিক বেশি
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
সিলেটে নৌকার বিপক্ষে লড়বেন যারা
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
নোয়াখালীতে ছাত্রলীগের দুই পক্ষের মারামারি, পুলিশ-সাংবাদিকসহ আহত ৫
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
মনিপুর ও মিয়ানমারে লুট হওয়া অস্ত্র সীমান্ত পেরিয়ে দেশে ঢোকার শঙ্কা
সর্বাধিক পঠিত
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
আজকের আবহাওয়া: লঘুচাপের সর্বশেষ আপডেট
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড
শিশুকে যৌন নির্যাতন, যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামের দণ্ড