X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

চুরি ও হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ 

রাজবাড়ী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ০০:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭

রাজবাড়ী জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নিজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

জানা গেছে, রাজবাড়ীর পাঁচটি থানায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের মালিকদের জিডির সূত্র ধরে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস দল। সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল হারানো অথবা চুরি যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। যার আনুমানিক মূল্য বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

মোবাইল ফোন ফেরত পেয়ে হাবিবুর বলেন, ছয় মাস আগে আমার বাসা থেকে ফোনটি চুরি হয়ে যায়। পরে আমি এলাকার এলাকায় নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করি। কখনও ভাবিনি আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাবো। হঠাৎ পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন দিয়ে জানায়, আমার হারানো মোবাইলটি পাওয়া গেছে। আজ পুলিশ সুপার কার্যালয়ে এসে মোবাইলটি হাতে পেয়ে খুব আনন্দ লাগছে। জেলা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

হাসিনা নামের আরেক নারী বলেন, পাঁচ মাস আগে আমার বাড়ি থেকে ফোনটি হারিয়ে যায়। পরে আমি থানায় জিডি করি। গতকাল পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন পেয়ে আজ আমার হারিয়ে যাওয়া ফোনটি নিতে এসেছি। হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দই আলাদা। ধন্যবাদ রাজবাড়ী জেলা পুলিশকে।

জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বা চুরি করা ১০০ জনের মোবাইল ফোন ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। রাজবাড়ী জেলার জনগণকে বলবো যেকোনও প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে আছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা করে দুই আসামি ছিনতাই
মগবাজারে হোটেলে একই পরিবারের তিন জনের মৃত্যু: কেয়ারটেকার গ্রেফতার
এক দিনে গ্রেফতার ১২৯০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক