X
রবিবার, ১২ মে ২০২৪
২৯ বৈশাখ ১৪৩১

চুরি ও হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ 

রাজবাড়ী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৩, ০০:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ০২:৫৭

রাজবাড়ী জেলায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নিজ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ।

জানা গেছে, রাজবাড়ীর পাঁচটি থানায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া মোবাইল ফোনের মালিকদের জিডির সূত্র ধরে নিয়মিত কাজ করে জেলা পুলিশের একটি চৌকস দল। সেই জিডিগুলোর পরিপ্রেক্ষিতে রাজবাড়ী জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল হারানো অথবা চুরি যাওয়া ১০০টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে। যার আনুমানিক মূল্য বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

মোবাইল ফোন ফেরত পেয়ে হাবিবুর বলেন, ছয় মাস আগে আমার বাসা থেকে ফোনটি চুরি হয়ে যায়। পরে আমি এলাকার এলাকায় নিকটস্থ থানায় গিয়ে একটি জিডি করি। কখনও ভাবিনি আমার হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাবো। হঠাৎ পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন দিয়ে জানায়, আমার হারানো মোবাইলটি পাওয়া গেছে। আজ পুলিশ সুপার কার্যালয়ে এসে মোবাইলটি হাতে পেয়ে খুব আনন্দ লাগছে। জেলা পুলিশের কাছে আমি কৃতজ্ঞ।

হাসিনা নামের আরেক নারী বলেন, পাঁচ মাস আগে আমার বাড়ি থেকে ফোনটি হারিয়ে যায়। পরে আমি থানায় জিডি করি। গতকাল পুলিশ সুপার কার্যালয় থেকে ফোন পেয়ে আজ আমার হারিয়ে যাওয়া ফোনটি নিতে এসেছি। হারানো জিনিস ফিরে পাওয়ার আনন্দই আলাদা। ধন্যবাদ রাজবাড়ী জেলা পুলিশকে।

জেলা পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ বলেন, জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া বা চুরি করা ১০০ জনের মোবাইল ফোন ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। রাজবাড়ী জেলার জনগণকে বলবো যেকোনও প্রয়োজনে পুলিশ আপনাদের পাশে আছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
চাকরিতে যোগদানের বয়সসীমা ৩৫ করার দাবি, পদযাত্রায় পুলিশের বাধা
পুলিশে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণা, দুই কনস্টেবল বরখাস্ত
ফোন ছিনতাইয়ের ঘটনায় জিডি নয়, মামলা নেওয়ার নির্দেশ
সর্বশেষ খবর
নিজ্জার হত্যায় আরও এক ভারতীয় কানাডায় গ্রেফতার
নিজ্জার হত্যায় আরও এক ভারতীয় কানাডায় গ্রেফতার
মায়েরা নিজের জন্য সময় বের করবেন কীভাবে?
মায়েরা নিজের জন্য সময় বের করবেন কীভাবে?
প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফল হস্তান্তর
প্রধানমন্ত্রীর কাছে এসএসসি’র ফল হস্তান্তর
ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেলো কলেজছাত্রের
ফুটবল খেলা নিয়ে বিরোধে প্রাণ গেলো কলেজছাত্রের
সর্বাধিক পঠিত
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
ইএফডিতে নজর দিয়ে হিরো হতে পারেন এনবিআরের চেয়ারম্যান
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
এসএসসি পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
মান ভাঙলো মিমির, এলো ‘তুফান’র দ্বৈত ঝলক
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
টাকা দিয়ে কেনা সনদের তালিকা পেয়েছি: ডিবি হারুন
সোনার দাম আরও বাড়লো
সোনার দাম আরও বাড়লো