X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

প্রথমবার কালকিনি আসছেন প্রধানমন্ত্রী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

মাদারীপুর প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০১আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০১

আজ শনিবার (৩০ ডিসেম্বর) মাদারীপুরের কালকিনিতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্রথম তিনি কালকিনি আসছেন। আর তার আগমনকে সামনে রেখে কালকিনি জুড়ে শুরু হয়েছে সাজ সাজ রব। উচ্ছ্বাস বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তারা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ প্রশাসন।

সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, কালকিনতে প্রধানমন্ত্রী প্রথম এই সফরকে ঘিরে গত কয়েকদির ধরে প্রতিদিনই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা, প্রচার মিছিল ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে। এছাড়া আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। মাঠ, মঞ্চ তৈরিসহ বিভিন্ন ধরনের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন দলীয় তারা।

শনিবার টুঙ্গিপাড়া থেকে সড়ক পথে কালকিনি আসবেন শেখ হাসিনা। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। কালকিনি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভা মঞ্চ

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে মাদারীপুর জেলা ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। নেতাকর্মীরা যেমন অপেক্ষায় আছেন প্রধানমন্ত্রীকে বরন করে নিতে, আবার স্থানীয় বাসিন্দারা অপেক্ষা করছেন তার কাছে তুলে ধরবেন তাদের দাবি-দাওয়া।

স্থানীয় সাংবাদিক রাহাত হোসেন বলেন, এই প্রথম আমাদের কালকিনি আসবেন প্রধানমন্ত্রী। আমরা অনেক খুশি। সরকারের ঘোষণা অনুযায়ী প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের ঘোষণা  থাকলেও কালকিনি উপজেলায় কোনও কলেজ সরকারি নাই। কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজটি জাতীয়করণের উপযুক্ত হওয়ায় এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের প্রত্যাশা কলেজটি জাতীয়করণের। আশা করি প্রধানমন্ত্রী বিষয়টি দেখবেন।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কালেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.মজিবুর রহমান বলেন, আমাদের কলেজ মাঠে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এতে আমরা আনন্দিত। উপজেলা কোটায় আমরা আমাদের কলেজ জাতীয় করনের দাবি জানাচ্ছি তার কাছে।

কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজ মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় লাখো লোক জমায়েতের আশা করছে আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান মিয়া গোলাপ বলেন, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্নে করতে জেলা ও উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আনন্দ বিরাজ করছে। আশা করছি লক্ষাধিক লোক সমাগম হবে।

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কালকিনিতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সব প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এলাকাজুড়ে নিরাপত্তায় জেলা পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, র‌্যাবসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করছে।

/এফএস/
সম্পর্কিত
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচননৌকার টিকিট পেলেন নায়েব আলী
লাইনে দাঁড়িয়ে ১০ টাকার টিকিট কেটে চোখ পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার না করতে এমপি-মন্ত্রীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ