X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

গত দুই নির্বাচনে ‘কামডা’ আমরাই কইরা দিছিলাম: জাহাঙ্গীর আলম

গাজীপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ০৩:৩৫আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৮:৫৩

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম বলেছেন, ‘এইবার বুইঝা-শুইনাই মাঠে নামছি। বুইঝা-শুইনাই নামছি চোর ক্যামনে আটকাইতে হয়। ২০১৪ এবং ১৮ সালে (জাতীয় নির্বাচনে) কামডা আমরাই কইরা দিছিলাম। এইবার ক্যামনে আটকাইতে হয়, হেইডা আমরা জানি। হ্যারা কী করতে চাইতেছে সব জানি। এইডা দেখবেন, ৭ জানুয়ারি প্রমাণ কইরা দিমু। আপনারা শুধু ভোট কেন্দ্রে যাইয়েন, আর ভোটটা দিয়েন। রক্ষা কেমনে করতে হয়, হেইডা আমরা দেইহা দিমু।’

শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে গাজীপুর-১ (কালিয়াকৈর-গাজীপুর সিটি করপোরেশনের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রাসেলের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদের মাঠে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন। তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গেছিল সবাই। তারা কইছে, এইবার একটু স্বতন্ত্রকে ঘুরাইয়া দেন। প্রধানমন্ত্রী কইছে— ‘‘১৫ বছর আমি দেখছি। আমি ১৫ বছর দেখছি মানুষকে কী সার্ভিসটা দিছেন, এইবার সেই পরীক্ষাটা জনগণকে দিয়ে আসেন।’’ পরে গেছে পার্টির সাধারণ সম্পাদকের কাছে। গিয়া কইছে স্বতন্ত্ররে আর জাহাঙ্গীররে একটু থামায়া দেন। হ্যারে সাধারণ সম্পাদক কইছে— ‘‘আপনি যদি মন্ত্রী হইয়া স্বতন্ত্রকে ভয় পান তাইলে নির্বাচনে দাঁড়াইলেন কেন?’’’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘অনেকেই বলে ভোট দিবো ট্রাকে, যাইবোগা হের মার্কায়। আমি আপনাগো বইলা যাই। ২০১৪ করেছি, ২০১৮ করেছি, এটা ২০২৩ সাল। আমার মা জায়েদা খাতুন একজন নারী। কোনও পার্টি ছিল না, কোনো দল ছিল না, একটা বড় নেতা ছিল না। রাষ্ট্রের যন্ত্র সব ব্যবহার করছিল। একটা ভোটও চুরি করতে পারে নাই। এটা তো পুরুষ মানুষের ভোট। বাক্সের মধ্যে হাত দিব আর চুরি ছিনতাই করবো, হেইডা পারবো না।’

জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘আ ক ম মোজাম্মেল হক কালিয়াকৈরে ৫ বছরের এমপি ও ১০ বছরের মন্ত্রী। অত্যন্ত দুঃখের বিষয়, যাকে আমরা মন্ত্রী বানিয়েছি, পার্লামেন্টে পাঠিয়েছি, যাকে আমরা সর্বোচ্চ সম্মান দিয়ে এলাকার মানুষের শাসনের জন্য নিয়ে এসেছিলাম; দীর্ঘ ১৫ বছর শাসনের নামে মানুষকে শোষণ করা হয়েছে।’

মন্ত্রীকে উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘তার দায়িত্ব হচ্ছে এলাকার মানুষের সুখে-দুঃখে থাকা। কিন্তু দুঃখের বিষয়, আমাদের মন্ত্রীকে দেখলাম, প্রতি এলাকায় দুই-তিনজন করে মানুষ সেটেল করছেন, এখানে কিছু ফ্যাক্টরি আছে, কিছু ঝুট আছে, এই ঝুটগুলো খাওয়ার জন্য মন্ত্রী প্রতিটি এলাকায় দুই-চারজন লোক বের করে শাসনব্যবস্থা চালাচ্ছেন।’

এসব বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের বলেন, ‘আমরা তাকে থামানোর জন্য কোথাও যাইনি, যাওয়ার প্রশ্নই ওঠে না। আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে, দলের কাছে গিয়ে থাকি, তাহলে কি সে কাউকেই মানে না। এটাই বোঝাতে চাইছে। তার বিষয়ে কথা বলতে চাই না। তার মুখে যখন যা আসে, তা-ই বলেছে।’

/ইউএস/
সম্পর্কিত
গাজীপুর থেকে এমপি হতে চান জাহাঙ্গীর আলম
আবারও ক্ষমা পেলেন জাহাঙ্গীর আলম
৩০০ গাড়িতে নেতাকর্মী নিয়ে আ.লীগের সমাবেশে যাচ্ছেন জাহাঙ্গীর
সর্বশেষ খবর
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন: বিচারের অপেক্ষায় এক দশক পার
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
জাতীয় পার্টির (কাদের) কেন্দ্রীয় বর্ধিত সভা শুরু
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
লোহিত সাগরে এন্ড্রোমিডা স্টার জাহাজে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
‘আমার স্ত্রী শুধু অন্যের পরামর্শ শোনে’
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!