X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিএনপি ও যুবলীগ নেতার বিচার দাবিতে ঝাড়ু মিছিল

গাজীপুর প্রতিনিধি
১৮ আগস্ট ২০২৪, ১৮:১২আপডেট : ১৮ আগস্ট ২০২৪, ১৮:১২

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিএনপির সাবেক সভাপতি এবং উপজেলা যুবলীগের সভাপতির বিচার দাবিতে ঝাড়ু মিছিল করেছে কাপাসিয়া ঐক্যবদ্ধ নারী সমাজ। রবিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার সাফাইশ্রী ইউনিয়ন থেকে অর্ধশতাধিক নারী ঝাড়ু মিছিল বের করেন। মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিচারের দাবি জানান তারা।

অভিযুক্তরা হলো কাপাসিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি তরগাঁও গ্রামের জামাল উদ্দিন আহমেদ (৬০) এবং উপজেলা যুবলীগের সভাপতি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে এক গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টাকালে জামাল উদ্দিনকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়। পরবর্তীতে ওই গৃহবধূ শ্লীলতাহানির অভিযোগ এনে জামালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘জামাল উদ্দিনকে কারাগারে পাঠানো হয়েছে।’

অপরদিকে, ২০২২ সালের ৩১ আগস্ট গৃহপরিচারিকাকে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, সাখাওয়াত হোসেন তার স্ত্রীর অনুপস্থিতিতে গৃহপরিচারিকাকে প্রায়ই ধর্ষণ করতো। মামলার পর ভুক্তভোগীকে বাড়ি থেকে বের করে দিয়ে উপজেলার তরগাঁও খেয়াঘাট সংলগ্ন একটি ভাড়া বাসায় রেখেছিল। পরে গৃহপরিচারিকার সন্তান হলে বাবার স্বীকৃতি চাইলেও দেওয়া হয়নি। সরকার পতনের পর এলাকা ছেড়ে পালিয়ে যায় সাখাওয়াত।

ঝাড়ু মিছিলে নেতৃত্ব দেওয়া জাতীয়তাবাদী মহিলা দলের কাপাসিয়া উপজেলার সভাপতি জান্নাতুল ফেরদৌস বলেন, ‌‘জামাল উদ্দিন ও সাখাওয়াত হোসেনের বিচার দাবিতে আমরা বিক্ষোভ করছি। তাদের দৃষ্টান্তমূলক বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো।’

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া বলেন, ‘ সাখাওয়াত হোসেন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/এএম/
সম্পর্কিত
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হোক: ডা. জাহিদ
‘আ.লীগ নিষিদ্ধ হবে কিনা, বিএনপি নয় জনগণ ঠিক করবে’
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ৩২
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
শর্তসাপেক্ষে জেল থেকে রেহাই পেলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ‘ঢাকা মার্চ’: নাহিদ ইসলাম
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
মাদ্রাসাসহ সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ