X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২
বেক্সিমকোর ১৬ কারখানা চালুর দাবিতে বিক্ষোভ শ্রমিকদের

গাজীপুরে মহাসড়ক অবরোধ, গণপরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৫, ১৯:২৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১৯:৪৪

গাজীপুর নগরের সারাব এলাকার ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের’ বন্ধ হওয়া ১৬ কারখানা চালুর দাবিতে সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন শ্রমিকরা। বুধবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় কয়েকটি গণপরিবহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হয়। এতে চার সাংবাদিক আহত হন।

আহতরা হলেন– দীপ্ত টিভির গাজীপুর প্রতিনিধি জাহাঙ্গীর আলম, এটিএন নিউজের চিত্র সাংবাদিক শাহ জালাল, বাংলা ভিশনের চিত্র সাংবাদিক আমির হোসেন রিয়েল এবং দৈনিক প্রতিদিনের বাংলাদেশের কালিয়াকৈর প্রতিবেদক আবু সাঈদ।

তারা জানিয়েছেন, সড়ক অবরোধ, যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ছবি তুলতে গেলে তাদের ওপর হামলা চালান শ্রমিকরা। পরে বেশ কয়েকটি যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন তারা।

আন্দোলনরত শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, সারাব এলাকার ‘বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের’ বন্ধ হওয়া ১৬ কারখানা চালুর দাবিতে গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করে আসছেন শ্রমিকরা। কারখানা খোলার দাবিতে তারা কয়েকজন ‘টিম লিডার’-এর নেতৃত্বে এসব কর্মসূচি পালন করে আসছেন। এর অংশ হিসেবে বুধবার শ্রীপুর সান সিটির মাঠে গণসমাবেশ ডেকেছেন। সমাবেশের একপর্যায়ে চন্দ্র-নবীনগর সড়ক অবরোধ করে যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন শ্রমিকরা।

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, ‌‘গণপরিবহনে ভাঙচুর ও গণমাধ্যমকর্মীদের ওপর শ্রমিকদের হামলার বিষয়টি দুঃখজনক।’ 

গাজীপুর শিল্পাঞ্চলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু তালেব বলেন, ‘বেক্সিমকোর বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার দাবিতে চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহনে ভাঙচুর করেন শ্রমিকরা। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে পুলিশ।’

গত ১৫ ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে বেক্সিমকোর শিল্পপ্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভার সিদ্ধান্তের পর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিষ্ঠানগুলোর মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। বন্ধের কারণ হিসেবে সরকার জানায়, কারখানাগুলোতে ক্রয়াদেশ না থাকা ও ব্যাংকে ঋণখেলাপি থাকায় প্রতিষ্ঠানটির পরিচালনা সম্ভব হচ্ছে না।

/এএম/
সম্পর্কিত
মুক্ত গণমাধ্যম দিবস‘কর্মীদের আর্থিক নিরাপত্তা ছাড়া গণমাধ্যম স্বাধীন হবে না’
খুলনা বিশ্ববিদ্যালয়ে সাবেক শিক্ষার্থীর হামলায় শিক্ষক আহত, বিক্ষোভ
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসসব কালো আইন বাতিলের দাবি ডিআরইউর
সর্বশেষ খবর
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বাংলাদেশ দরিদ্র নয়, দুর্নীতিগ্রস্ত: সমাজকল্যাণ উপদেষ্টা
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
বিতর্কিত নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নিতে হবে: মামুনুল হক
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
প্লট বিক্রির নামে প্রতারণার অভিযোগ, পরিচালকের শাস্তি চান ভুক্তভোগীরা
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
নারী সংস্কার কমিশন পুনর্গঠনের দাবি হেফাজত আমিরের
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’